শনিবার, মে ২৫, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েএক ঘণ্টার ব্যবধানে বড় ভাই ও মায়ের মৃত্যুতে শোকে মুহ্যমান নিজাম হাজারী...

এক ঘণ্টার ব্যবধানে বড় ভাই ও মায়ের মৃত্যুতে শোকে মুহ্যমান নিজাম হাজারী এমপি

বড় ছেলের মৃত্যু খবর সইতে না পেরে ফেনী-২ আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন হাজারীর মা দেল আফরোজ বেগমও (৭৫) মারা গেছেন। ২৪ মে সকালে ভাই জসিম উদ্দিন হাজারী ও এক ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যুতে শোকে মুহ্যমান ফেনী-২ আসনে আওয়ামী লীগের এমপি নিজাম হাজারী।

এমপি নিজাম উদ্দিন হাজারীর চাচাতো ভাই ও কাউন্সিলর খোকন এ খবর জানান। তিনি বলেন, করবস্থানে পাশাপাশি দুটো কবর খোঁড়া হচ্ছে।

পরিবার সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে মারা যান জসিম উদ্দিন হাজারী। ছেলের মৃত্যু শোক সইতে না পেরে এক ঘণ্টা ব্যবধানে মা দেল আফরোজ বেগমও মারা যান।

লুৎফুর রহমান খোকন হাজারী বলেন, ২৩ মে রাতে অসুস্থ হয়ে পড়লে জসিম উদ্দিন হাজারীকে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

তিনি জানান, ছেলের মৃত্যুর খবর শোনার পর নিজাম উদ্দিন হাজারীর মা দেল আফরোজ বেগমও ধানমন্ডির বড় মেয়ের বাসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ছিলেন ৪ ছেলে ও ৩ মেয়ের জননী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

অন্যদিকে জসিম উদ্দিন হাজারী মৃত্যুকালে স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন ব্যবসায়ী। পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। তার অসুস্থতার খবর পেয়ে সকালে নিজাম উদ্দিন হাজারী এমপি হাসাপাতালে ছুটে যান।

লুৎফুর রহমান খোকন হাজারী বলেন, তাদের মরদেহ ফেনীতে আনা হচ্ছে। ফেনী এলে জানাজার সময় জানানো হবে।

আরও পড়ুন

সর্বশেষ