শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদআরো খবর......করোনায় আক্রান্ত বিটিভি'র রিপোর্টারের পাশে নেই কর্তৃপক্ষ

করোনায় আক্রান্ত বিটিভি’র রিপোর্টারের পাশে নেই কর্তৃপক্ষ

জীবনের ঝুঁকি নিয়ে দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভিতে কর্মরত অবস্থায় করোনা ভাইরাস এ আক্রান্ত বিটিভি’র ঢাকা কেন্দ্রের রিপোর্টার এমদাদুল হক ভূঞা পল্লবের পাশে নেই কর্তৃপক্ষ। এ নিয়ে বিটিভির বার্তা শাখায় কর্মরত রিপোর্টারদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। গত ১০ মে অফিসে দায়িত্ত্ব পালন শেষে বাসায় ফিরলে জ্বর অনুভব করেন এ প্রতিবেদক। পরবর্তীতে নিজ উদ্যোগে করোনা টেস্ট করলে পজিটিভ আসে তার।

87E74493-7204-4A30-9ED8-7402FBBFB93Fবিষয়টি কর্তৃপক্ষকে জানালে বাসায় থাকার কথা বলে দায় এড়িয়ে যান তারা। বর্তমানে সেই রিপোর্টারের পরিবারের আরেক সদস্য করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে রাষ্ট্রীয় এ টেলিভিশনে বিভিন্ন চ্যানেলটিতে সরকারি ও চুক্তিভিত্তিক কর্মকর্তা -কর্মচারীদের বৈষম্যের বিষয়টি আরো প্রকট আকার ধারণ করেছে রিপোর্টার পল্লবের করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে। বিটিভির বার্তা বিভাগের ৮০ ভাগ কাজ চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা করলেও বরাবরই তারা নানা বৈষম্যের স্বীকার হচ্ছেন। এসকল বিষয় নিয়ে সম্প্রতি রিপোর্টারদের পক্ষ থেকে তথ্যমন্ত্রীর কাছে বেশকিছু সুপারিশ তুলে ধরা হয়। এর আগে বেশ কয়েকবার তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি রিপোর্টারদের রাজস্ব খাতে এনে পেশাদার নিউজরুম গঠনের প্রস্তাব করা হলেও তা বিটিভি কর্তৃপক্ষের সদিচ্ছার অভাবে আলোরমুখ দেখেনি। শুধু তাই নয় , বিটিভির ঢাকায় কর্মরত অনেক রিপোর্টারকে জেলাপ্রতিনিধিদের অর্ধেকেরও কম বেতন দেওয়া হচ্ছে। সরকারের নির্দেশনা থাকা সত্ত্বেও রিপোর্টারদের ফেস্টিভ্যাল বোনাসগুলো থেকেও বঞ্চিত করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ