মঙ্গলবার, মে ৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়বাটেক্সপো মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাটেক্সপো মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

পোশাক খাতের সবচেযে বড় প্রদর্শনী বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল এক্সপোজিশন (বাটেক্সপো) মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ২৪তম এ মেলার উদ্বোধন করেন তিনি।

রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। ১২ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। এবারও বাটেক্সপো উপলক্ষে মেলা শুরুর পূর্বেই এ খাতের বিভিন্ন দিক নিয়ে দেশি-বিদেশি অতিথিদের উপস্থিতিতে দু’টি সেমিনার আয়োজন করে সংগঠনটি।  বৃহস্পতিবার বিকেলে একই হোটেলের সুরমা হলে তৃতীয় সেমিনারটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মেলা সম্পর্কে বিজিএমইএ সূত্র জানায়, মেলায় মোট ৮০টি স্টল বরাদ্দ রাখা হয়েছে। এরমধ্যে বিজিএমইএ সদস্যদের স্টল থাকছে ২১টি (যার ৬টি ওভেন, ১০টি নিট, ৫টি সুয়েটার)। এছাড়া গার্মেন্ট এক্সেসরিজ (লোকাল) ৬টি, গার্মেন্ট ফেব্রিক্স (লোকাল) ৩টি, গার্মেন্ট টেকনলোজি ১টি, গার্মেন্ট এক্সেসরিজ (ফরেন) ৪টি, গার্মেন্ট ফেব্রিক্স (ফরেন) ৬টি, নিউ ইনোভেশন কোম্পানি ১টি, সার্ভিস প্রোভাইডার্স ১১টি, স্পন্সর ও কো-স্পন্সর ১৬টি এবং অন্যান্য ১১টি (বিজিএমইএ এবং অন্যান্যরা) স্টল থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ