শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদশিল্প ও সাহিত্যইফতার : মাহফুজার রহমান মণ্ডল

ইফতার : মাহফুজার রহমান মণ্ডল

সব বাড়িতে কম বেশি

ইফতার তৈরী হয়,

কেউ বানায় মজার সুখে

কেউবা চেয়ে রয়।

বড় লোকদের বড় চাহনি

ইফতার কিনে খায়,

গরীব মিসকিন সারা জীবন

হাত পাতিয়ে পায়।

কেউবা রাঁধে যোহর থেকে

সূর্য বসে পাটে,

কেউবা খেয়ে ইফতার সব

থালা বাসন চ্যাটে।

বুট-বুন্দিয়া, জিলাপি পিয়াজু

সবই মচমচে ভাজা

সাথে আছে মুড়ি-মুড়কী

সরবত ফলে তাজা।

খেয়ে দাদু বলছে এবার

মোর হইছে দম,

ঢাকাইয়া নাতি চেচিয়ে বলে

আইটেম হইছে কম।

সাথে নেই হালিম কাচ্চি

নেইতো কোন চপ,

কালকে তোমায় ইফতার দিবো

খাইবে টপা টপ।

রমজান মাসের শুরু থেকে

ইফতার যারা করে,

আল্লাহর রহমত বর্ষিত হবে

রোদ বৃষ্টি ঝড়ে।

মুসলিম যারা পাপী বান্ধা

আর দেড়ি নয়,

রমজান মাসে নিয়াত কর

মুক্তি যেন হয়।

আরও পড়ুন

সর্বশেষ