সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম ফিল্ড হাসপাতালের চিকিৎসক ও সুবিধা বঞ্চিত লোকের মাঝে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের...

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের চিকিৎসক ও সুবিধা বঞ্চিত লোকের মাঝে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ইফতার বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে ৬ মে বুধবার সেবা কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে করোনা পরিস্থিতিতে সেবা প্রদানকারী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য উপহার স্বরূপ ইফতারে আহার ও মির্জাপুল অসহায় ও দরিদ্র্য মানুষের মাঝে ইফতার স্বরূপ আহার বিতরণ করা হয়।received_881069562373355

দিনব্যাপী অন্যান্য কার্যক্রমের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে খুলশী এলাকাস্থ শতাধিক বিহারীদের মাঝে উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। এছাড়া চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটা, বান্ডেল রোড, পাঁচলাইশ, হামজারবাগ, মুরাদপুর, কল্পলোক, বহদ্দারহাট, এককিলোমিটার, রসুলবাগ, দেওয়ান বাজার, ফিরিঙ্গী বাজার সহ বিভিন্ন এলাকার শতাধিক পরিবারে মানবিক সহায়তার উপহার স্বরূপ ফুড প্যাকেজ বিতরণ করা হয়। উক্ত কার্যক্রম সমূহে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব উপ প্রধান-২ মোঃ মঈনুল ইসলামসহ যুব সদস্যবৃন্দ। ইনফ্রা রেড থার্মোমিটারের মাধ্যমে নিয়মিত যুব স্বেচ্ছাসেবকসহ যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম কার্যালয়ে আগত প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ