শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপটিয়ায় নিন্মবিত্ত পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উপহার সামগ্রী বিতরণ

পটিয়ায় নিন্মবিত্ত পরিবারের মাঝে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উপহার সামগ্রী বিতরণ

IMG-20200501-WA0009~2

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকারি নির্দেশনায় সারা দেশে করোনা ভাইরাস এর পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে কর্মহীন হয়ে গেছে অনেক মানুষ। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রায় সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম ও মজুরি ড়কার্যক্রম বন্ধ আছে। এতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন দিনে এনে দিনে খাওয়া এমন মানুষগুলো। মানবতার চরম এই দুর্দিনে এসব মানুষের পাশে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার গৈড়লায় সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল, সুজি, লবণ ও চিনি ।
রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ উপস্থিত থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত এসব উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব সদস্যরা সহযোগীতায় করেন। উপস্থিত ছিলেন শিবলু চৌধুরী, আবু তাহের, তারেকুল ইসলাম চৌধুরী রিপন, যুব সদস্য শুভ, আনিসুর রহমান সহ অন্যান্য যুব সদস্যরা।

আরও পড়ুন

সর্বশেষ