শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষদের মাঝে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ত্রাণ বিতরণ

নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষদের মাঝে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ত্রাণ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের যৌথ ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে ত্রাণ না পাওয়া নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষদের মুখে হাসি ফোটাতে মানবিক সহযোগীতা কার্যক্রমের অংশ হিসেবে নগরীর মোহরা, আগ্রাবাদ, মুরাদনগর, শোলকবহর, চকবাজার, বাদুরতলা, বহদ্দারহাট, নতুন চান্দঁগাও এলাকার নিম্মবিত্ত ও মধ্যবিত্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। অভুক্ত মানুষের ঘরে ঘরে গিয়ে স্বেচ্ছাসেবকরা একটি ফুড প্যাকেজে এই ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া ফিরিঙ্গীবাজারস্থ “উপলব্ধি’’ কন্যা শিশুদের সেইভ হোমে ১ মাসের জন্য শুকনা খাবার প্রদান করা হয়। চাউল, ডাল, আলু, পেয়াঁজ, চিড়া, ছোলা, তৈল, চিনি, লবণ, সুজিসহ নিত্য প্রয়োজনীয় মানবিক সহায়তামূলক ফুড প্যাকেজ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বিশেষ নির্দেশনা পরিচালনার মাধ্যমে এই মানবিক সহায়তা স্বরূপ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।received_672167073623431

মাহে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী চিকিৎসক, পুলিশ, ভাসমান মানুষের মাঝে রেড ক্রিসেন্ট চট্টগ্রামের নিয়মিত ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। মসজিদে নামাজ ও যেকোনো ইবাদত করার জন্য সাময়িক নিষেধাজ্ঞা জারি করার ফলে রমজানে মসজিদে বসে ইফতার করতে পারবে না জেনেও কিছু কিছু মসজিদে মুসল্লিদের সাচ্ছন্দে ইফতারে অংশগ্রহণ করতে দেখা যায়। সেবা কার্যক্রমের অংশ হিসেবে ৩০ এপ্রিল নগরীর কাতালগঞ্জ জামে মসজিদের ইমাম, খাদেম, মুয়াজ্জিন ও মুসল্লিদের মাঝে যুব স্বেচ্ছাসেবকদের তৈরি ইফতার বিতরণ করা হয়। এছাড়াও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃত্বে কার্যক্রম সমূহে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার আবদুর রশিদ খান, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব উপ প্রধান-২ মোঃ মঈনুল ইসলাম, সিনিয়র যুব সদস্য জৌর্তিময় ধর, দপ্তর বিভাগীয় প্রধান আ.ন.ম তামজীদসহ যুব স্বেচ্ছাসেবকরা।

আরও পড়ুন

সর্বশেষ