মৃত্যু না হোক করোনাতে : শহীদুল্লাহ শাহরিয়ার

 

খোদা তুমি দিওনা তো
এমন মরণ,
মরার পরে করবে না কেউ
আমায় বরণ।

আসবে না কেউ লাশের পাশে
কাঁদবে না কেউ,
লাশের গায়ে সাদা কাফন
বাঁধবে না কেউ।

পড়বে না কেউ কোরান খতম
লাশকে ঘিরে,
দূরে থাকবে কাছের স্বজন
এই তিমিরে।

ফেলবে না কেউ চোখের পানি
মৃত্যু বাড়ি,
বুক চাপড়ে করবে না কেউ
আহাজারি।

শেষ বিদায়ে নেই খাটিয়া
নেই জানাজা
আল্লাহ তুমি দিওনা তো
এমন সাজা।

সৃষ্টি তোমার ধ্বংস করো
নিজের হাতে,
মৃত্যু যেন না হয় কারও
করোনাতে!!

রচনা: ২১ এপ্রিল ২০২০

About bdsomoy