শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকোভিড-১৯ সংশ্লিষ্ট চিকিৎসকদের সম্মান জানাতে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উপহার প্রদান

কোভিড-১৯ সংশ্লিষ্ট চিকিৎসকদের সম্মান জানাতে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের উপহার প্রদান

করোনা যুদ্ধের প্রকৃত সৈনিক পুলিশ কিংবা সেনাবাহিনী না, আসল যোদ্ধারা হচ্ছেন আমাদের দেশের ডাক্তার, নার্সরা। জাতির এই সূর্য সন্তানরা যাতে ভাবতে পারেন ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সাথে যে লড়াই তারা করছেন সে লড়াইয়ে শুভ কামনা আর ভালোবাসা নিয়ে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামও তাদের পাশে আছে। পাশাপাশি করোনা পজেটিভ যারা চিকিৎসাধীন আছেন তারা যাতে নিজেদের একা মনে না করেন তাই তাদের পাশে আছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দশ লক্ষ স্বেচ্ছাসেবক। চট্টগ্রামে করোনা রোগীদের সেবাদানের সাথে সংশ্লিষ্ট ডাক্তার, নার্স ও ওয়ার্ড বয়দের ১৭ জনের একটি টিম চট্টগ্রামের লোক প্রশাসন কেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া চট্টগ্রামস্থ জেনারেল হাসপাতালে আইসোলেশনে আছেন সেবা দিচ্ছেন আরও ২৫ জন স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ডাক্তার এবং নার্স। তাদের সম্মান জানাতে ১৪ এপ্রিল মঙ্গলবার বিকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের পক্ষ থেকে ভিটামিন সি সমৃদ্ধ ফল উপহার হিসেবে প্রদান করা হয়। স্বেচ্ছাসেবকরা “ঞযধহশ ণড়ঁ উড়পঃড়ৎং – ঋড়ৎ ণড়ঁৎ এৎবধঃ ঝবৎারপব” এবং “এবঃ ডবষষ ঝড়ড়হ,ইবংঃ ডরংযবং” প্ল্যাকাটের মাধ্যমে প্রকাশ করে। এই ফলমূল সমূহ যখন হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছিলেন তখন পরিস্থিতিটায় মেখেছিল আবেগ ও অশ্রু। কারণ করোনা ভাইরাসে আক্রান্তদের জীবন বাঁচাতে নিজেদের জীবনবাজি রাখা এইসব চিকিৎসকদের এইভাবে আর কেউ খোঁজ নেয় নি। হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ফলমূলের বক্স তুলে দেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের দপ্তর বিভাগীয় প্রধান আ.ন.ম তামজীদ, প্রশিক্ষণ বিভাগীয় উপ-প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিন, সাংগঠনিক বিভাগীয় উপ-প্রধান হাবিবুর রহমান তুহিন ও বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিভাগীয় উপ-প্রধান মো. মাহবুব উল্লাহ। received_217482656254523

এছাড়া কোভিড ১৯ প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে ইনফ্রা রেড থার্মোমিটারের মাধ্যমে শরীরের তাপমাত্রা পরীক্ষা, যুব রেড ক্রিসেন্ট কার্যালয় প্রবেশপথে বেসিন স্থাপনের মাধ্যমে হাত ধোয়া নিশ্চত করণ, জীবাণুনাশক স্প্রে ছিটানো, ভাসমান লোকদের হাত ধোয়ার কৌশল শেখানো, সচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, দরিদ্র, অসহায় ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে।

আরও পড়ুন

সর্বশেষ