মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
প্রচ্ছদইসলাম ও জীবনসৌদিতে রমজানে মসজিদে তারাবি নামাজ বাতিল

সৌদিতে রমজানে মসজিদে তারাবি নামাজ বাতিল

রমজানে সৌদিতে মসজিদে তারাবি নামাজ বাতিল করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এবার তারাবি নামাজ বাতিল করলো সৌদি আরব।

করোনার প্রাদুর্ভাব এড়াতে এ বছর মসজিদে তারাবি নামাজ বাতিল করল সৌদি আরব। দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল শেখ এ ঘোষণা দেন। তিনি সবাইকে ঘরে নামাজ আদায়ের আহ্বান জানান। পাশাপাশি করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মসজিদগুলোতে পাঁচ ওয়াক্ত নামাজও স্থগিত থাকবে বলে জানান তিনি।

করোনাভাইরাস থেকে মানুষকে বাঁচতেই ঘরে নামাজের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও তিনি জানান। এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী, কেউ করোনায় মৃত্যু হলে পরিবারের পাঁচ থেকে ছয়জন সদস্য তার জানাজায় অংশ নিতে পারবেন। জনসমাগম এড়াতে এই সতর্কতা নেয়া হয়েছে।

এর আগে, রবিবার দেশটিতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে আন্তর্জাতিক ফ্লাইট, সেই সঙ্গে বাতিল করা হয়েছে ওমরাহ হজ।

আরও পড়ুন

সর্বশেষ