বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকোভিড-১৯ প্রতিরোধে নিয়মিত কাজ করছে চট্টগ্রাম রেড ক্রিসেন্ট

কোভিড-১৯ প্রতিরোধে নিয়মিত কাজ করছে চট্টগ্রাম রেড ক্রিসেন্ট

received_231523597902557প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব প্রতিরোধে জরুরি সহায়তায় সহ নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে চলেছে চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিট। ৩০ মার্চ সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম এর সুষ্ট ও দক্ষ দিক নির্দেশনায় কাতালগঞ্জস্থ একুশে হাসপাতালের রিসিপশন, লিফ্ট, প্রশাসনিক ও চিকিৎসক রুম এবং বিভিন্ন ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে ছিটানোর পর মির্জাপুল বসতি এলাকায় জনসাধারণের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, ফেইস মাস্ক, সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অন্যদিকে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্য সুরক্ষার জন্য নগরীর ফিরিঙ্গী বাজারস্থ উপলব্ধি আশ্রমে ৬৫ জন কন্যা শিশুদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও অন্যান্য কার্যক্রমের অংশ হিসেবে আগ্রাবাদ চৌমুহনী বাজারে ও বহদ্দারহাট জনবহুল স্থানে সচেতনতামূলক লিফলেট ও মাইকিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত কার্যক্রম সমূহে উপস্থিত ছিলেন চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ও প্রাক্তন যুব প্রধান এইচ.এম. সালাউদ্দিন, চট্টগ্রাম জেলা ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, সিটির ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মো. ইসমাইল হক চৌধুরী ফয়সাল, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের প্রাক্তন যুব প্রধান এইচ.এম. মহিউদ্দিন ও যুব উপ-প্রধান-২ মো. মঈনুল ইসলাম সহ ৮ জন যুব স্বেচ্ছাসেবক বিশিষ্ট তিনটি কোভিড-১৯ অপারেশন টিম এ কার্যক্রমে অংশগ্রহণ করে।

আরও পড়ুন

সর্বশেষ