শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকোভিড-১৯ রোধে বিভিন্ন মসজিদে রেড ক্রিসেন্টের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ

কোভিড-১৯ রোধে বিভিন্ন মসজিদে রেড ক্রিসেন্টের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও লিফলেট বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ও সিটি ইউনিটের ব্যবস্থাপনায় যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের বাস্তবায়নে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে কোভিড-১৯ প্রতিরোধের অংশ হিসেবে মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৭ মার্চ শুক্রবার নগরীর বিভিন্ন মসজিদে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সাল এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, কদম মোবারক জামে মসজিদ, মির্জাপুল জামে মসজিদ ও ও.আর.নিজাম রোড জামে মসজিদের জুম’আ এর নামাজ আদায় করতে আসা মুসল্লীদের মসজিদে প্রবেশের পূর্বে মুসল্লীদের জীবাণু নাশক করার লক্ষ্যে হাতে হ্যান্ড স্যানিটাইজার ছিটানো হয় এবং মাস্ক বিতরণ করা হয় এবং নামাজ পরবর্তী সময়ে জনসচেতনতামূলক লিফলেট ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

764405cb-3620-4023-bcd5-1f7cf8302c4f

এছাড়াও আন্দরকিল্লাস্থ জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডসহ হাসপাতালে জীবাণু নাশক স্প্রে ছিটানো হয় এবং বর্তমান পরিস্থিতে আন্দরকিল্লা থেকে জামাল খান এর মধ্যবর্তী স্থানে অবস্থিত নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, মুদির দোকান ও ফার্মেসীর সামনে সামাজিক দূরত্ব রক্ষার্থে বৃত্ত অঙ্কন করে দেওয়া হয়। এ কার্যক্রমটি চলমান থাকবে। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ. ছালাম, জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগ, সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য এইচ.এম. সালাউদ্দিন, প্রাক্তন যুব প্রধান এইচ.এম. মহিউদ্দিন, জেলা ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, সিটি ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের দপ্তর বিভাগীয় প্রধান আবু নাঈম তামজীদ, রক্ত বিভাগীয় প্রধান গাজী ইফতেকার হোসেন ইমু, মোহাম্মদ মিছবাহ উদ্দিন, তানভীর মাহিন, হাবিবুর রহমান তুহিন, ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশান, মাহবুব উল্লাহ, রোহিত পাল সহ যুব স্বেচ্ছাসেবকরা। কোভিড-১৯ প্রতিরোধে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম কার্যালয় কন্ট্রোল রুমের হটলাইন নং- ০১৬৭৫-৬২৮৮৪২। কোভিড-১৯ সংক্রান্ত যে কোন সেবা পেতে হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ