বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকরোনার প্রাদুর্ভাব রোধে সন্ধানী চমেকের উদ্যোগে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

করোনার প্রাদুর্ভাব রোধে সন্ধানী চমেকের উদ্যোগে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

পুরো বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।বাদ যায়নি বাংলাদেশও।করোনা ভাইরাসকে কেন্দ্র করে মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে আতংক।প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী সংগ্রহ করতে।সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী বাজারে এই সকল পণ্যের কৃত্রিম সংকট তৈরী করে মানুষকে বিপাকে ফেলার অপচেষ্টা চালাচ্ছে।

দেশের এই সংকটময় মূহুর্তে বরাবরের মতই মানুষের পাশে এসে দাড়িয়েছে সন্ধানী চমেক।নিজস্ব ব্যবস্হাপনায় তৈরীকৃত হ্যান্ড স্যানিটাইজার বিনামূল্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মাঝে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পৌছে দেয়া হয়।বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির এবং উপদেষ্টা ডাঃ রেজাউল হক টিপু,উপদেষ্টা ডাঃ তারেক ইমাম জেমস এবং অন্যান্য সন্ধানীয়ানবৃন্দ।
ডাক্তার,নার্স ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে নগরীর শ্রমজীবী জনসাধারণের মাঝেও বিতরণ করা হয় হ্যান্ড স্যানিটাইজার।এসময় সন্ধানীর স্বেচ্ছাসেবীরা করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন।
এছাড়াও করোনা মোকাবিলায় চিকিৎসকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি দিয়ে সাহায্য করার প্রত্যয় ব্যক্ত করে সন্ধানী চমেক এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন

সর্বশেষ