শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপটিয়ায় করোনাভাইরাস প্রতিরোধে জনগুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় জীবনুনাশক স্প্রে করেছেন রেডক্রিসেন্টের যুব সদস্যরা

পটিয়ায় করোনাভাইরাস প্রতিরোধে জনগুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় জীবনুনাশক স্প্রে করেছেন রেডক্রিসেন্টের যুব সদস্যরা

পটিয়ায় করোনাভাইরাস প্রতিরোধে জনগুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনায় জীবনুনাশক স্প্রে করেছেন চট্টগ্রাম রেডক্রিসেন্টের যুব সদস্যরা।

বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় চট্টগ্রাম রেডক্রিসেন্টের উদ্যোগে সরকারী ও বেসরকারী বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ভবন ও যাত্রীবাহি পরিবহনে জীবনুনাশক স্প্রে করা হয়।

একপর্যায়ে রেডক্রিসেন্টের সদস্যদের কার্যক্রম পরিদশন করেন ইউএনও ফারহানা জাহান উপমা। এসময় তিনি নিজ হাতেই জীবাণুনাশক স্প্রে করেন।

ইউএনও ফারহানা জাহান উপমা বলেন, মূলত রেডক্রিসেন্টের উদ্যোগে জীবানুনাশক স্প্রে ছিটানো হয়েছে। তাদের এ ধরনের উদ্যোগকে আরো গতিশীল ও তৎপরতা বাড়ানোর জন্য আমি তাদেরকে উৎসাহ দিয়েছি।EB2D0298-555F-4A20-9D06-ACF61C654678

তিনি বলেন, সচেতনতাই পারবে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে। কোনো ধরনের জটলা যাতে সৃষ্টি না হয়, জনসমাগম যাতে না হয় সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এসময় তিনি সকলকে ঘরে থাকার আহবান জানান।

চট্টগ্রাম রেডক্রিসেন্টের নির্বাহী সদস্য ফখরুল ইসলাম চৌধুরী পরাগের নেতৃত্বে স্প্রে করার কার্যক্রমে অংশ নিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ জাবেদ, গণমাধ্যমকর্মী আহমদ উল্লাহ, নজরুল ইসলাম, পটিয়া উপজেলা  যুব রেডক্রিসেন্ট সমন্বয়ক নয়ন শর্মা, উপজেলা যুব রেড ক্রিসেন্ট সদস্য আনিসুর রহমান, এনামুল হক মিশকাত, মুহাম্মদ জোবায়ের আহমদ, পটিয়া কলেজ দল নেতা আবুল হাসান, উপদল নেতা মকসুদুর রহমান নোমান, তাসনিয়া আহমেদ মিলি, সাবরিনা আফরোজ, মো. শাহেদ ও শুভ চক্রবর্ত্তী।525A8262-84FA-4074-B354-C96CB6443A0F

আরও পড়ুন

সর্বশেষ