শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ

অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ

করোনা বিস্তার রোধে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৪ মার্চ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব। তিনি জানান, আজ রাত ১২ টার পর অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ ঘোষণা অব্যাহত থাকবে। এরআগে দুপুরে অনির্দিষ্টকালের জন্য সব রেল চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সন্ধ্যা থেকে পুরোদেশে বন্ধ হচ্ছে রেল যোগাযোগ। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঘোষণাটি বলবৎ থাকবে। এরআগে সকালে বাংলাদেশের সব লোকাল ও মেইল ট্রেন সীমিত আকারে চলবে বলে জানাছে রেল কর্তৃপক্ষ। ২৪ মার্চ সকালে এমন ঘোষণা দেওয়া হয়েছে। ২৬ মার্চ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব প্রকার ট্রেন সীমিত আকারে চলবে। এরআগে ২২ মার্চ দেশের সুপারমার্কেটগুলোসহ সব দোকান বন্ধের ঘোষণা দেওয়া হয়। দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানগুলো বন্ধ থাকবে। তবে, কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ