শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপটিয়ায় তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

পটিয়ায় তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

পটিয়ায় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করে নির্ধারিত মূল্যে পেঁয়াজ বিক্রি করার নির্দেশ দিলেন পটিয়া উপজেলা নির্বাহি অফিসার ও জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমা। আজ বিকালে পৌরসভার থানাহাট থেকে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় তিন জনকে আটক করা হয়।

পরে মোবাইল কোর্টে তাদের জরিমানা করে এবং মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা জানিয়েছেন খাতুনগঞ্জ ও রিয়াজউদ্দিন বাজারে পাইকারি মূল্যের সাথে বিরাট ব্যবধান থাকায় পেয়াজ ব্যবসায়ীদের জরিমানা করা হয়।

তিনি জানান যেকোনো গ্রাহক ভোক্তা মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রমান সহ অভিযোগ দিলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি বলেন করোনাভাইরাসকে উপলক্ষ করে বাজার অস্থিতিশীল করার জন্য একশ্রেণীর ব্যবসায়ী সিন্ডিকেট পেয়াজ, চালডাল, আলুসহ নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে অথচ বাজারে কোন ঘাটতি নেই।

আরও পড়ুন

সর্বশেষ