বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদখেলার সময়শেষ পর্যন্ত করোনাভাইরাস আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট বন্ধ

শেষ পর্যন্ত করোনাভাইরাস আতঙ্কে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট বন্ধ

শেষ পর্যন্ত করোনাভাইরাস আতঙ্কে পুরোপুরি থমকে গেল দেশের ক্রিকেট। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান, অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট বন্ধ। বিসিবি প্রধান জানালেন-পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বীকৃত কোনো টুর্নামেন্ট কিংবা খেলা বন্ধ থাকবে। এর অর্থ এক রাউন্ড খেলা শেষেই স্থগিত হয়ে গেল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। করোনা পরিস্থিতির উন্নতি না হলে লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা নেই। মিরপুরের শেরেবাংলায় সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেন, ‘দেখুন, করোনাভাইরাসের কারণে সারা পৃথিবীতেই যা হচ্ছে সেসব আপনারা জানেন। বাংলাদেশেও এটা নিয়ে কাজ করা হচ্ছে। যে কারণে সব জায়গায়ই খেলাধুলা বন্ধ। আমাদের এখানেও বন্ধ হয়ে গেল। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেই সব ধরনের ক্রিকেট স্থগিতের পথে এগিয়েছে বিসিবি। নাজমুল হাসান জানালেন, ‘দেখুন, আমরা দেখলাম এখন অনেক কিছুই বদলাচ্ছে, খেলোয়াড়দের ইচ্ছেটাও আগের মতো নেই। সঙ্গে কিছু ভিন্নমতও ছিল। সবদিক বিবেচনা করে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে, দেশের সবধরনের ক্রিকেট বন্ধ, আপাতত স্থগিত। পরবর্তী ঘোষণা দেয়ার আগপর্যন্ত, পরিস্থিতি উন্নতির আগে আমরা কিছু বলতে পারছি না।

মুজিব বর্ষ উপলক্ষে এ মাসে হওয়ার কথা ছিল বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। করোনা আতঙ্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এই আয়োজন স্থগিত রাখা হয়েছে। উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞ এ আর রহমানের কনসার্ট পিছিয়ে দিতে বাধ্য হয়েছে বিসিবি। গোটা বিশ্বের ক্রীড়াঙ্গনেই করোনার প্রভাব পড়েছে। প্রায় সব লিগ, টুর্নামেন্টই বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন আয়োজকরা।

আরও পড়ুন

সর্বশেষ