মঙ্গলবার, মে ৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবঙ্গবন্ধুকে নিয়ে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

গত ১৭ ই মার্চ সৃজন সাংস্কৃতিক পরিষদের উদ্দ্যোগে সংগঠনের নিজ কার্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও শিশু কিশোর উৎসব এবং পুরষ্কার বিতরনী সংগঠনের সভাপতি অভিষেক চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

DSC00447 উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও কলামিস্ট লায়ন এ.কে জাহেদ চৌধুরী, বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্ধোধন করেন বাংলাদেশ জাসদ উত্তর জেলার সভাপতি মুক্তিযোদ্ধা ভানু রঞ্জন চক্রবর্ত্তী, প্রধান বক্তার বক্তব্য রাখেন দৈনিক সমকালের ডিজিএম সুজিত কুমার দাশ, আলোকিত বক্তার বক্তব্য রাখেন নাট্যকার সজল চৌধুরী, নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবছারুল হক, ইঞ্জিনিয়ার শাহিন চৌধুরী। অর্থ সম্পাদক রীমন দে’র স ালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা আন্না ভট্টাচার্য্য, দীপঙ্কর দাশগুপ্ত, অমর দত্ত, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাংগঠনিক সম্পাদিকা খুরশীদা বেগম, আজীবন সদস্য তপতী সরকার। আরো বক্তব্য রাখেন রক্তিম দে, তীর্থ দত্ত, অপরাজিতা চৌধুরী, সুষ্মিতা চৌধুরী। বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করে সুষ্মিতা চৌধুরী (সদস্য), ২য় স্থান অধিকার করে আদিত্য চৌধুরী (সহ বন্ধুত্ব সম্পাদক) ,৩য় স্থান অধিকার করে অভি তালুকদার (সহ অর্থ সম্পাদক) কে পুরষ্কার প্রদান করা হয়। সভায় বক্তাগণ বলেন, বাঙালী জাতির মহান নেতার আদর্শ ধারণ করে নিজেকে গড়ে তুলতে হবে। সকলকে মুজিব সৈনিকে পরিণত হয়ে দেশ উন্নয়নে শেখ হাসিনার হাত থেকে শক্তিশালী করার জন্য আহবান জানান।

আরও পড়ুন

সর্বশেষ