সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমুজিববর্ষ নিয়ে ষড়যন্ত্র করলে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হবে : হুইপ সামশুল হক

মুজিববর্ষ নিয়ে ষড়যন্ত্র করলে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হবে : হুইপ সামশুল হক

জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেছেন, মুদির আগমন নিয়ে কিছু ব্যক্তি ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আমরা তাদের চিনি। মুজিব শতবর্ষ নিয়ে যদি কোন ষড়যন্ত্র করা হয় তাহলে তাদের এদেশে আর থাকতে দেয়া হবে না। তাদের পাকিস্তানে পাঠিয়ে দেয়া হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ঢাকা রেসকোর্স ময়দানে ৭ মার্চের ভাষনের মাধ্যমে মূলত স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এর পর থেকে বাঙালি জাতি ছাত্র, যুব সমাজসহ মুক্তিকামী জনতা স্বাধীনতা মন্ত্রে উজ্জীবিত হয়ে নিজেদের জীবন বাজি রেখে ৯ মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে পাক বাহিনী থেকে দেশকে মুক্ত করা হয়। মুক্তিযুদ্ধে প্রতিবেশি দেশ ভারত আমাদের লাখ লাখ শরণার্থীদের আশ্রয় দিয়ে প্রাণে রক্ষা করেছে এবং মিত্র বাহিনীর সহযোগিতায় দেশকে স্বাধীন করা হয়। আজকে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আমন্ত্রণ জানানো না হলে আমরা অকৃতজ্ঞ জাতি হিসেবে পরিণত হবো। মোদির আগমনকে বিএনপি-জামায়াত ও স্বাধীনতা বিরোধী শক্তিরা দেশে অরাজকতা সৃষ্টি করার পাঁয়তার করছে।Patiya-AL waip
শনিবার সন্ধ্যায় পটিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের যৌথ উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আ’লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আ’লীগের সভাপতি চেমন আরা তৈয়ব, জেলা আ’লীগ নেতা দেবব্রত দাশ দেবু, দক্ষিণ জেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক রাশেদ মনোয়ার, জেলা আ’লীগ নেতা নাসির আহমদ চেয়ারম্যান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা: তিমির বরণ চৌধুরী, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক বিজন চক্রবর্ত্তী, নুরুল হাকিম, চেয়ারম্যান আবদুল খালেক, চেয়ারম্যান মুহাম্মদ ছৈয়দ, চেয়ারম্যান মো. সেলিম, চেয়ারম্যান এমএ হাশেম, আলমগীর খালেদ, এমএ এজাজ চৌধুরী, আবু ছালেহ চৌধুরী, ঋষি বিশ্বাস, বেলাল উদ্দিন, দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি আ.ম.ম. টিপু সুলতান চৌধুরী, পৌরসভা আ’লীগের সাধারণ সম্পাদক এমএন নাছির, ইঞ্জিনিয়ার মো. মোরশেদ, আবদুল্লাহ আল হারুন, উপজেলা আ’লীগের মহিলা সম্পাদিকা জীবন আরা বেগম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, উপজেলা যুবলীগ আহবায়ক হাসান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহবায়ক ইমরান উদ্দিন বশির, মাস্টার লিটন নাথ, পৌরসভা যুবলীগের সভাপতি নুরুল আলম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রবিউল হোসেন রুবেল, নাজমুল সাকের ছিদ্দিকী।

আরও পড়ুন

সর্বশেষ