বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদটপনিজে অন্যায় করি না, কাউকে করতেও দেব না: ভূমিমন্ত্রী

নিজে অন্যায় করি না, কাউকে করতেও দেব না: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘এ সরকারের আমলে ভূমি মন্ত্রণালয় আমূল পরিবর্তিত হয়েছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। ইতিমধ্যে কিছু কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়ায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভূমিমন্ত্রী বলেন, নিজে অন্যায় করি না, কাউকে করতেও দেব না।FB_IMG_1582992423035

‘যার জমি আছে ঘর নাই’ ও ‘দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ’ প্রকল্পের আওতায় গৃহহীনদের গৃহনির্মাণ প্রকল্পের চাবি হস্তান্তরকালে এসব বলেন। আজ শনিবার বিকেল পাঁচটায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান জয়। ভূমিমন্ত্রী দুই প্রকল্পের আওতায় ৮০টি ঘরের চাবিও তুলে দেন।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী, চাতরী ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন হিরু ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান প্রমুখ।FB_IMG_1582995568542

ভূমিমন্ত্রী বলেন, সরকারি কাজে কারও কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। সরকারি প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নে ও তদারক করবে উপজেলা প্রশাসন।

মন্ত্রী পরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আরও পড়ুন

সর্বশেষ