শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েকোন এক ২১শে ফেব্রুয়ারি : সেলিনা হক

কোন এক ২১শে ফেব্রুয়ারি : সেলিনা হক

কোন এক ২১ শে ফেব্রুয়ারি,

আমি হেঁটে হেঁটে ,আঁধার কেটে রাত্রির দিপ্রহরে,
পৌঁছে যাই শহীদ মিনারে।
আমি অবাক হয়ে দেখি
স্মৃতির মিনার আজ নতুন করে সেজেছে,
আমার গরবিনী বর্নমালা আজ ভাষামঞ্চে,
লাল,নীল কত রঙ শোভা পাচ্ছে।received_572597340136370
সেখানে নজরুল,রবীন্দ্র,জীবনানন্দ আর
শামসুর রাহমানের নির্ভীক
কবিতা পাঠের আসর বসেছে।
মিনারের পাদদেশে,আল্পনার কারুকাজে
কত ছবি আঁকা হয়েছে।
ধীরে ধীরে সেখানে,সময়ের ব্যবধানে
ভালবাসার অজস্র ফুলে ফুলে ছেয়ে যাচ্ছে।
আমি সযত্নে বাঁধা একটি রঙিন ফুলের তোড়া
নিঃশব্দে রাখি—
নীরবে দাঁড়িয়ে থাকি মুহুর্তকাল
স্মরণ করি সেইসব ভাষা শহীদদের,
সালাম,বরকত,রফিক,শফিক,জব্বারসহ
নাম না জানা কতজন,
যারা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে
আজ মাতৃভাষাকে পরিচয় করে দিয়েছে বিশ্বময়।
আন্তর্জাতিক মাতৃভাষার সম্মানে
আমার বুকের মাঝে নিঃশেষে মিশে যায়
অমর সেই গান,কালজয়ী সুর
“আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি।”
আমি অপেক্ষায় থাকি
কখন পুব আকাশে নতুন সূর্য আলো ছড়াবে।
সারি সারি মিছিল দীপ্ত প্রত্যয়ে,
সাদা কালোয় একাকার হয়ে,
একই ঠিকানায় এসে দাঁড়াবে।

আরও পড়ুন

সর্বশেষ