শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদবিনোদন সময়বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র

বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র

আসছে ১৭ মার্চ শততম জন্মবর্ষে পদার্পণ করবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেদিন থেকেই শুরু হবে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্রের দৃশ্যধারণ। যেটি ঠিক এক বছর পর ২০২১ সালের ১৭ মার্চের আগেই মুক্তি দেয়া হবে আন্তর্জাতিকভাবে। আর তাই ছবির শিল্পী চূড়ান্তে ব্যস্ত পরিচালক শ্যাম বেনেগার।

ছবির প্রধান শিল্পী এখনো চূড়ান্ত না হলেও হয়েছে বেশকিছু পার্শ্ব চরিত্র। জানা গেছে, বায়োপিকে শেখ মুজিবুর রহমানের মা সায়রা বানুর চরিত্রে অভিনয়ে চুক্তিবদ্ধ হয়েছেন দিলারা জামান।

অন্যদিকে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করছেন নাবিলা। এছাড়া হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ভুমিকায় অভিনয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তৌকির আহমেদ।

আর ফজলুর রহমান বাবুকে দেখা যাবে খন্দকার মোশতাকের চরিত্রে। বাংলাদেশের অভ্যুদয় থেকে পচাত্তরের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নির্মম ট্র্যাজেডি তুলে ধরা হবে ৩৫ কোটি টাকা বাজেটের এই ছবিতে।

আরও পড়ুন

সর্বশেষ