শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদখেলার সময়অবক্ষয়মুক্ত সমাজ ও দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই : হুইপ সামশুল হক

অবক্ষয়মুক্ত সমাজ ও দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই : হুইপ সামশুল হক

4FE2C224-F434-4E5D-B8D7-8E592209F38Dজাতীয় সংসদের হুইপ পটিয়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, অবক্ষয়মুক্ত সমাজ ও দেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই। বর্তমানে সমাজে যেভাবে মাদক, ইয়াবা ও নেশার ছোবল যুব সমাজকে গ্রাস করেছে। তার থেকে যুবসমাজকে বের করে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে হলে পড়াশুনার পাশাপাশি ক্রীড়ামুখি করতে হবে। এজন্য শেখ হাসিনার সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। যার ধারাবাহিকতায় সারা দেশে শেখ রাসেল স্টেডিয়াম নির্মান প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি আরোও বলেন, পটিয়াতেও এর ধারাবাহিকতায় স্টেডিয়াম নির্মান প্রকল্প বাস্তবায়িত হবে। ইতিমধ্যে সকল পক্রিয়া চলমান রয়েছে। উপজেলার হাইদগাঁও এলাকায় এ স্টেডিয়াম করতে এলাকাবাসী সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী বলে আমাকে আশ্বস্থ করেছেন। এখানে স্টেডিয়াম হলে হাইদগাঁও এলাকার মানুষের জীবনযাত্রার মান যেমন বাড়বে তেমনি পুরো এলাকার দৃশ্যপট পরিবর্তন হবে বলে আমি আশা করি। গতকাল শনিবার বিকালে পটিয়ার হাইদগাঁওয়ে প্রস্তাবিত স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করে হুইপ সামশুল হক চৌধুরী এমপি এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি রাশেদ মনোয়ার, জেলা আ’লীগ নেতা বিজন চক্রবর্তী, পটিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, জিরি আ’লীগ সভাপতি আজিমুল হক, পৌরসভা আ’লীগের সভাপতি আলমগীর আলম, সাধারণ সম্পাদক এম.এন.এ নাছির, উপজেলা আ’লীগ নেতা বি.এম জসিম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ মহিউদ্দিন, মুজিবুল হক চৌধুরী নবাব, ইউসুফ নবী টিপু, যুবলীগ নেতা এনাম মজুমদার, শাহ আলম মেম্বার, রবিউল আলম ছোটন, শীতল তালুকদার, করিম মোস্তফা, মোহাম্মদ হাসান, এসকান্দর আলী, ছাত্রলীগ নেতা আনিছুর রহমান, আরাফাত শাকিল প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ