শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম গণহত্যা মামলার রায়ে সাবেক ৫ পুলিশের ফাঁসির আদেশ

চট্টগ্রাম গণহত্যা মামলার রায়ে সাবেক ৫ পুলিশের ফাঁসির আদেশ

বহুল আলোচিত চট্টগ্রামে গণহত্যা মামলার রায়ে পুলিশের একজন পরিদর্শকসহ ৫জনের ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। ঘটনার দীর্ঘ ৩২ বছর পর এ রায় দেওয়া হয়। বিভাগীয় বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন সোমবার বিকেল ৩টায় এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- তৎকালীন ইন্সপেক্টর গোপাল চন্দ্র মন্ডল ওরফে জে সি মন্ডল, হাবিলদার প্রদীপ বড়ুয়া, কনস্টেবল মমতাজ উদ্দিন, মোস্তাফিজুর রহমান ও মো. আবদুল্লাহ। এদের মধ্যে জে সি মন্ডল ঘটনার পর থেকেই পলাতক। অপর চার আসামি রায় ঘোষণাকালে আদালতে হাজির ছিলেন। স্বৈরাচারী এরশাদ সরকারের আমলে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি নগরীর লালদীঘি ময়দানে সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহরে পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে ২৪ জন মারা যান। আহত হন দু’শতাধিক মানুষ। ১৯৯২ সালের ৫ মার্চ আইনজীবী মো. শহীদুল হুদা বাদী হয়ে ওই মামলা করেন। ১৯৯৮ সালের ৩ নভেম্বর পুলিশের আট সদস্যকে আসামি করে এ মামলায় চার্জশিট দেয় সিআইডি।

এরা হলেন- তৎকালীন পুলিশ কমিশনার মীর্জা রকিবুল হুদা, কোতোয়ালি জোনের পেট্রোল ইন্সপেক্টর জে সি মন্ডল, কনস্টেবল আব্দুস সালাম, মুশফিকুর রহমান, প্রদীপ বড়–য়া, বশির উদ্দিন, মো. আবদুল্লাহ ও মমতাজ উদ্দিন। এদের মধ্যে রকিবুল হুদা, বশির উদ্দিন ও আব্দুস সালাম মারা গেছেন।

আরও পড়ুন

সর্বশেষ