বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং বিরোধী কমিটি ও স্কোয়াড গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

শিক্ষা প্রতিষ্ঠানে র‌্যাগিং বিরোধী কমিটি ও স্কোয়াড গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে তিন মাসের মধ্যে র‌্যাগিং বিরোধী কমিটি ও স্কোয়াড গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালত তার রুলে শিক্ষার্থীদের জীবন-সম্মান রক্ষায় র‌্যাগিং বন্ধে নীতিমালা প্রণয়নে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন। স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রোববার আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী ইশরাত হাসান নিজেই শুনানি করেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আদেশের বিষয়ে আইনজীবী ইসরাত হাসান বলেন, ‘আদালতের আদেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে যে কমিটি হবে সে কমিটি র‌্যাগিংয়ের অভিযোগ নিবে এবং র‌্যাগিং বন্ধে সুপারিশ করবে। আর যে স্কোয়াড গঠন করা হবে তা র‌্যাগিং প্রতিরোধে ব্যবস্থা নিবে। এর আগে গত বছরের ৯ অক্টোবর র‌্যাগিং বন্ধ ও র‌্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী ইশরাত হাসান। তবে সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো জবাব না পেয়ে র‌্যাগিংবিরোধী কমিটি ও স্কোয়াড গঠনে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এই আইনজীবী।

আরও পড়ুন

সর্বশেষ