শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

টঙ্গীর তুরাগতীরে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার গণভবন থেকে তিনি এই মোনাজাতে অংশ নেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে। রবিবার সকাল ১১টা ৮ মিনিটে শুরু হয়ে ১১টা ৪৫ মিনিটে শেষ হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের তাবলিগের প্রধান মারকাজ কাকরাইলের মুরব্বি হাফেজ মাওলানা জোবায়ের আহমদ। প্রথমে আরবিতে পরে বাংলায় মোনাজাত করা হয়। মোনাজাতে মুসলিম উম্মাহ’র শান্তি, সকল গুনাহ মাফ চেয়ে দোয়া করা হয়। এসময় ‘আমিন’, ‘আমিন’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান। প্রথম পর্বে আখেরি মোনাজাতে লাখ লাখ নারী পুরুষ শরিক হন। সবার একটাই আশা, দোয়া কবুল হওয়া। আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ইবরাহিম দেওলা।

আগামী ১৭ জানুয়ারি সা’দ অনুসারীদের ইজতেমা শুরু হবে, শেষ হবে ১৯ জানুয়ারি। প্রথম পর্বের আয়োজক কমিটির লোকজন মোনাজাতের পরপর মাঠ বুঝিয়ে দিবেন প্রশাসনের হাতে। পরে সা’দ অনুসারীরা ময়দানে প্রবেশ শুরু করবেন।

আরও পড়ুন

সর্বশেষ