শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েবাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন আর নেই

বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন আর নেই

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন বার্ধক্যজনিত কারণে দিবাগত রাত পৌনে ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন….

ডা. মোজাম্মেল হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫ম ব্যাচের ছাত্র, ১৯৯৬ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, ১৯৮৪ সাল থেকে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বাগেরহাট-১ এবং বাগেরহাট-৪ আসন থেকে ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মরহুমের নামাজে জানাজা শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে তার মরদেহ বাগেরহাটে নেওয়া হবে।

জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ শুক্রবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সমানে রাখা হবে।

শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে দুপুর ২টার দিকে আরেকটি নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কোচুবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ