বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদটপইরানে ইউক্রেইনের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৭০

ইরানে ইউক্রেইনের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১৭০

ইরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর ইউক্রেইনের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৭০ আরোহীর সবাই নিহত হয়েছে। বুধবার ইউক্রেইন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই উড়োজাহাজের সব আরোহী নিহত হওয়ার খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। কারিগরি সমস্যার কারণে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-র প্রতিবেদনে বলা হয়েছে। ওই উড়োজাহাজ বিধ্বস্তের পর বিমানবন্দরের কাছে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছিল বলে রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছিলেন ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র রেজা জাফরজাদেহি। একই টেলিভিশনকে ইরানের জরুরি বিভাগের প্রধান পীর হোসেইন কৌলিভান্দ বলেছেন, বিমানটিতে আগুন জ্বললেও আমরা ক্রুদের পাঠিয়েছি।

উড়োজাহাজটিতে ১৭০ জন যাত্রী ও ক্রু ছিল জানিয়ে কিছু আরোহীকে ‘রক্ষা করা সম্ভব হতে পারে’ বলে তখন আশা প্রকাশ করেছিলেন তিনি। প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে আইআরএনএ বলেছে, উড়োজাহাজটি কিয়েভের (ইউক্রেইনের রাজধানী) উদ্দেশ্যে রওনা হয়েছিল। উড়োজাহাজ বিধ্বস্তের এই ঘটনাটির সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কোনো সম্পর্ক আছে কি না, তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ