শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার...

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন বিমান বাহিনী অনেক বেশি দক্ষ ও চৌকস। আজ ২৬ ডিসেম্বর যশোরে বিমান বাহিনী একাডেমিতে ক্যাডেটদের শীতকালিন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর আমরাই বিমান বাহিনীর উন্নতির পদক্ষেপ নেই। ৯৬ সালে আমরা তৎকালীন সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান মিগ-টোয়েন্টিনাইন ক্রয় করি। বিমান বাহিনীসহ সব বাহিনীকে আধুনিক করার পদক্ষেপ গ্রহণ করি। যুদ্ধবিমানসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম ক্রয় করি। এখন বিমান বাহিনী অনেক বেশি দক্ষ ও চৌকস। এছাড়া ক্যাডেটদের প্রশিক্ষণের মেয়াদ বাড়ানো হয়েছে। তারা বিভিন্ন বিষয়ে গ্র্যাজুয়েশন করতে পারে।

বঙ্গবন্ধুর আদর্শ মনে করিয়ে দিয়ে তিনি ক্যাডেটদের উদ্দেশে বলেন, ‘সৈনিক জীবন অত্যন্ত কঠিন জীবন, তবে পথ হারানো যাবে না। চেইন অব কমান্ড মেনে চলবেন, অধনস্তদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। সততা, একাগ্রতা, দেশপ্রেম নিয়ে, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করবেন।’

আরও পড়ুন

সর্বশেষ