শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদটপপল্টন হত্যাকাণ্ডের প্রায় এক যুগ পর ১০ জনের ফাঁসি

পল্টন হত্যাকাণ্ডের প্রায় এক যুগ পর ১০ জনের ফাঁসি

হত্যাকাণ্ডের প্রায় এক যুগ পর ওষুধের দোকানি মাজহারুল ইসলাম ওরফে পল্টন হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আদালত। এর আগে ৫ ডিসেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন আদালত। ২৪ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই আদেশ দেন।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার শিয়ালধরা বাজারের ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি সকালে মাজহারুলকে তার ওষুধের দোকানে মাথা ও কপালে আঘাত করে খুন  করা হয়। হত্যার পর দোকানের ভেতরে বাঁশের খুঁটির সঙ্গে গামছা দিয়ে লাশ বেঁধে রেখে দোকানে তালা দিয়ে চলে যায় আসামিরা। ঘটনার দিনই মাজহারুলের বোন বিউটি আক্তার বাদী হয়ে নান্দাইল থানায় হত্যা মামলা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, একলাছ উদ্দিন ওরফে জুয়েল, আবুল কাশেম ওরফে বাচ্চু মেম্বার, কবির মিয়া, আবুল কাশেম, বাদল মিয়া, ফারুক মিয়া, চন্দন, শুক্কুর আলী ওরফে আশ্রাফ আলী, রুমা আক্তার, আবুল কালাম আজাদ ওরফে পিনু ডাক্তার।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ফারুক মিয়া ও রুমা আক্তার পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলায় খালাস প্রাপ্তরা হলেন, আফতাব উদ্দিন ওরফে আক্রাম আলী, বদরুল আলম ওরফে বদরুল, ইসমাইল হোসেন, কাজল মিয়া, রফিক, আবু সিদ্দিক ও দুলাল।

আরও পড়ুন

সর্বশেষ