মঙ্গলবার, মে ৭, ২০২৪
প্রচ্ছদআরো খবর......বাংলাদেশের মাটিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দেওয়া কখনোই সম্ভব নয় :...

বাংলাদেশের মাটিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দেওয়া কখনোই সম্ভব নয় : ফারুক

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

বাংলাদেশের মাটিতে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি দেওয়া কখনোই সম্ভব নয় বলে উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, ‘এ রায় সরকারের চক্রান্তের রায়।’

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদেও আয়োজনে সংকট উত্তরনে নিরদলীয় তত্ত্বাবধায়ক সরকার শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক মিডিয়াও দেখেছে এ রায় সরকারের আইনমন্ত্রণাল লিখেছে। কারণ আইন মন্ত্রণালয় থেকেই এ রায় ঘোষণার আগের দিন ফাঁস হয়ে গেছে। দেশবিদেশের কোনো জনগণ এ রায় গ্রহন করবে না।’

বিরোদী দলের চিফ হুইপ বলেন, ‘বর্তমান সরকার ভীতু। তাই তারা আলোচনা চায় না। সরকার ইচ্ছা করেই বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দিয়ে আলোচনার পথ বন্ধ করেছে। ২৪ তারিখের  মধ্যে নিরপেক্ষ সরকারের বিল পাশ না করলে দেখবেন আন্দোলন কত প্রকার ও কি কি?’

সরকারের উদ্দেশ্যে ফরুক বলেন, ‘বিএনপিকে রাজাকারের দল বলবেন না। কারণ বিএনপিতে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা রয়েছে। রাজাকারের বন্ধু আপনারা। কারণ আপনারা একানব্বই থেকে ছিয়ানব্বই সালে রাজাকারদের সঙ্গে ঘর করে আন্দোলন করেছেন। তাদের সঙ্গে লং ড্রাইভে গিয়েছিলেন।’

তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে সমঝোতা করতে হলে চলতি অধিবেশনেই সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করতে হবে।’ দলীয় সরকারের অধীনে ১৮ দলীয় জোট নির্বাচনে যাবে না বলেও সাফ জানিয়ে দেন এ সময় তিনি।

জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদের ঢাকা জেলার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদের সভাপতি আবুল কাসেম, জাতীয়তাবাদী তাতীঁ দলের সহসভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ