বুধবার, মে ১, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপুতুলঘর মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে রুখমিলা জামান : টেকনোলজির মাধ্যমে অটিজম শিশুদের...

পুতুলঘর মোবাইল অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে রুখমিলা জামান : টেকনোলজির মাধ্যমে অটিজম শিশুদের সব বাধা দূর করা সম্ভব

আধুনিক টেকনোলজির প্রয়োগ এবং সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানোর মাধ্যমে অটিজম এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সব বাধা দুর করা সম্ভব বলে মন্তব্য করেছেন ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান রুখমিলা জামান। চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং উইম্যান চেম্বারের এসএমই এক্সপো’র এক্সিভিশন হলে অটিজম আক্রান্ত শিশুদের কল্যাণে ‘পুতুল ঘর’ মোবাইল অ্যাপ উদ্বোধন ও শিশু উৎেসবে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।863721C9-D328-4585-BC4E-296E9D57C6EE

আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস উপলক্ষ্যে ইউসিবিএল-এর সহায়তায় চিটাগাং উইম্যান চেম্বার আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ও ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুখমিলা জামান। বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, অটিজম আক্রান্তরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের কোনভাবেই অবহেলা করা যাবে না। তাদের কল্যান উন্নয়ন এবং সমাজের মুল¯্রােতের যাবতীয় কার্যক্রমে তাদের সম্পৃক্ত করতে আমাদের সবাইকে সমন্বিত ও সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে।

রুখমিলা জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আমরা চট্টগ্রামে অটিজম শিশুদের নিয়ে কাজ করছি। আজ চট্টগ্রাম থেকে আধুনিক মোবাইল অ্যাপ পুতুলঘর উদ্বোধন হলো। এই অ্যাপের মাধ্যমে অটিজমের শিকার শিশুদের যাবতীয় সমস্যা, সম্ভাবনা কিংবা বৈষম্যের বিষয়টি আমরা আন্তর্জাতিকভাবে উপস্থাপন করতে পারবো। রুখমিলা জামান বলেন, অটিজম আক্রান্ত শিশু বা নারীরা নানাবিধ সীমাবদ্ধতার কারণে নিজেদের একান্ত চাওয়া পাওয়ার কথাও ঠিকমতো বোঝাতে পারেন না। তাদের প্রাত্যহিক জীবন-যাপন বিষয়ে পর্যাপ্ত ব্যবহারিক শিক্ষা ও জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি তারা যাতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে অংগ্রহণের মাধ্যমে তাদের অন্তর্নিহিত শক্তি ও সম্ভাবনার প্রকাশ ঘটাতে পারে সেই সুযোগ করে দিতে হবে। অটিজম এবং প্রতিবন্ধী ব্যাক্তিরা যাতে রাষ্ট্রীয়ভাবে বিশেষ সুবিধা লাভ করতে পারে সে ব্যাপারে রাস্ট্রীয়ভাবে আইন তৈরি করার উপরও গুরুত্বআরোপ করেন।A643489C-A846-4D5C-9684-22E78A9421AD

চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুবের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক মহিলা সাংসদ সাবিহা নাহার বেগম, উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বক্তব্য রাখেন। এছাড়া উইম্যান চেম্বারের বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দ, চেম্বারের পরিচালকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৫০ জন অটিজম ও প্রতিবন্ধী শিশুর অভিভাবকের মাঝে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সৌজন্যে মোবাইল সেট বিতরণ করা হয়। এছাড়া বেলুন উড়িয়ে অটিস্টিক শিশুদের জন্য তৈরিকৃত ‘পুতুল ঘর’ এ্যাপ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়।
অনুষ্ঠানে অটিস্টিক শিশুদের আঁকা ও তৈরি করা বিভিন্ন উপহার সামগ্রী প্রধান অতিথি রুখমিলা জামানকে তুলে দেন শিশুরা।

আরও পড়ুন

সর্বশেষ