শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
প্রচ্ছদজাতীয়জাতীয় ডাটা সেন্টারসহ চার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডাটা সেন্টারসহ চার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাপ্তাই লেকে ভ্রাম্যমাণ গবেষণা জাহাজ, ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টারসহ চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ নভেম্বর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নির্মিত কাপ্তাই লেকে ভ্রাম্যমাণ গবেষণা জাহাজ, বঙ্গবন্ধু হাইটেক সিটি গাজীপুরের কালিয়াকৈরে নির্মিত ‘ফোর টায়ার জাতীয় ডাটা সেন্টার’, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ (১ম সংশোধিত) প্রকল্পের অধীনে প্রদত্ত সৌরবিদ্যুৎ সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের পাঁচটি জাহাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় সুবিধাভোগী, শিক্ষার্থী ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন। এ সময় গণভবন প্রান্তে মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান।
আরও পড়ুন

সর্বশেষ