সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন৪ কোটি টাকা ব্যয়ে জাকির হোসেন হোমিও কলেজে নতুন ভবন নির্মাণ

৪ কোটি টাকা ব্যয়ে জাকির হোসেন হোমিও কলেজে নতুন ভবন নির্মাণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ডা জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজ হাসপাতালের ৬ তলা বিশিষ্ট নতুন ভবম নির্মিত হয়েছে। ২৬ নভেম্বর দুপুরে ফিরিঙ্গি বাজার ২ নং অভয়মিত্র রোডে নির্মিত নতুন ছয়তলা ভবন উদ্বোধন করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, দ্রুত সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপ দেয়া হবে। এসময় তিনি সংশ্লিষ্টদেরকে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। তিনি বলেন, হাসপাতালটি পূর্নাঙ্গ রূপ পেলে সেখানে আউটডোর সেবাও শুরু করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির প্রসারে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন । সেই ধারাবাহিকতায় চসিকের উদ্যােগে এই কলেজের স্থায়ী ক্যাম্পাস হিসেবে ফিরিঙ্গি বাজার ছয়তলা ভবন নির্মাণের করেছি।

মেয়র বলেন, বিশ্বব্যাপী হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি অনেক অবদান রাখছে। সেই ধারাবাহিকতায় জাকির হোসেন হোমিওপ্যাথিক কলেজ হাসপাতাল সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

তিনি বলেন চসিকের অর্থায়নে চার কোটি টাকা ব্যয়ে ডা. জাকির হোসেন সিটি করপোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল নতুন স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড রেজিস্ট্রার ডা. জাহাঙ্গীর আলম।
ডা. জাকির হোসেন সিটি করপোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অধ্যক্ষ ড. মো. নুরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চসিক কাউন্সিল হাসান মুরাদ বিপ্লব, লুৎফুন্নেছা দোভাষ বেবী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.সেলিম আকতার চৌধুরী, বাইশ মহল্লার কমিটির সাধারণ সম্পাদক মকসুদ আহমদ সর্দার, সাবেক হোমিও বোর্ড সদস্য অধ্যাপিকা ডা. খুরশীদ জাহান বেগম,মাসিক হোমিও চেতনা প্রধান সম্পাদক ডা. আবদুল করিম,বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড চট্টগ্রাম বিভাগীয় শিক্ষক প্রতিনিধি সদস্য ডা. আতাহার আলী।
অনুষ্ঠানে ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন কুমার মজুমদার, চট্টগ্রাম কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব জহুর আহমদ, যুবলীগ নেতা খোরশেদ আলম রহমান, তানভীর আহমেদ রিংকু, তাজউদ্দিন রিজভী, জাহাঙ্গীর আলম, সাইফুদ্দিন আহমদ, ওয়ার্ড ছাত্রলীগ নেতা অছিউর রহমান, সাফাত বিন আমিন, অনিন্দ্য দেবসহ স্থানীয় সংগঠন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ