বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েবাংলাদেশে ১৯৭১ এর গণহত্যা জাদুঘর স্থাপনে সহায়তা করবে রাশিয়া

বাংলাদেশে ১৯৭১ এর গণহত্যা জাদুঘর স্থাপনে সহায়তা করবে রাশিয়া

IMG-20191118-WA0001বাংলাদেশে ১৯৭১ এর গণহত্যার স্মৃতি ও দলিলসমূহ সংরক্ষণের বিষয়ে গৃহীত প্রকল্প Construction of Archive and Museum 1971: Genocide-Torture” বাস্তবায়ন প্রক্রিয়ার অংশ হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ১৬-১৮ নভেম্বর ২০১৯ রাশিয়ার রাজধানী মস্কো সফর করেন।

সফরকালীন সময়ে বাংলাদেশ প্রতিনিধিদল রাশিয়ার ভিক্টরি মিউজিয়ামের ভারপ্রাপ্ত প্রধান এল্ডার ইয়ানি বকেভ, আন্তর্জাতিক বিভাগ এর পরিচালক সার্গেই ওরলভ প্রমুখের সাথে বৈঠক করেন। বৈঠকে উভয় জাদুঘরের মধ্যে পার্টনারশিপ, দ্বিপাক্ষিক প্রদর্শনী বিনিময়, কারিগরি সহায়তা প্রভৃতি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। ভিক্টরি মিউজিয়াম কর্তৃপক্ষ বাংলাদেশে ১৯৭১ এর গণহত্যা বিষয়ক জাদুঘর স্থাপনে প্রয়োজনীয় কারিগরি সহায়তার আশ্বাস প্রদান করেন।

সফরের অংশ হিসাবে বাংলাদেশ প্রতিনিধিদল মস্কোতে ক্রেমলিনের জাদুঘরসমূহ এবং রাশিয়ার ২য় বিশ্বযুদ্ধ বিষয়ক স্মৃতি জাদুঘর ভিক্টরি মিউজিয়াম পরিদর্শন করেন। এসময় প্রতিনিধিদল ২য় বিশ্বযুদ্ধে নাৎসী বাহিনীর বর্বরতা এবং রাশিয়ার জনগণের বীরোচিত সংগ্রাম ও ত্যাগ-তিতীক্ষার উপর সংরক্ষিত বিভিন্ন স্মৃতিসামগ্রী, তথ্যচিত্র, প্রামাণ্য দলিলসহ এতদসংক্রান্ত উচ্চ প্রযুক্তির নান্দনিক উপস্থাপনা প্রত্যক্ষ করেন। পরিদর্শনকালে প্রতিনিধিদল জাদুঘরের বিভিন্ন কারিগরি বিষয়েও সম্যক ধারণা লাভ করেন।

উল্লেখ্য, রাশিয়ার মস্কোস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মোল্লা সালেহীন সিরাজ প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতাপূর্বক সমন্বয়ের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

সর্বশেষ