শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপটিয়ায় জেএমবি’র ২ সদস্যকে আটক করেছে র‌্যাব, বই ও লিফলেট উদ্ধার

পটিয়ায় জেএমবি’র ২ সদস্যকে আটক করেছে র‌্যাব, বই ও লিফলেট উদ্ধার

উদ্ধারকৃত বই ও লিফলেট।নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। ১৩ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে পটিয়ার শান্তির হাট এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মাশকুর রহমান। আটককৃতরা হলেন- আব্দুল্লাহ আল সাঈদ (৩৫) ও মোহাম্মদ ইসমাইল (৩৩)। এদের মধ্যে সাঈদের বাড়ি রাজশাহীর গোদাগাড়ি থানার ডোমকুলী গ্রামে এবং ইসমাইল কক্সবাজারের টেকনাফ নয়াপাড়ার ১নম্বর ক্যাম্পের বাসিন্দা।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মাশকুর রহমান বলেন, ‘জেএমবি’র দুই সদস্য কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছে এমন খবরে পটিয়ার শান্তির হাট এলাকায় চেকপোস্ট বসানো হয়। তল্লাশি চলাকালে বিষয়টি টের পেয়ে তারা চেকপোস্টের একটু আগে নেমে দৌড়াতে শুরু করে। সন্দেহ হলে তাদের ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জেএমবি’র সদস্য বলে স্বীকার করে। এসময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে উগ্রবাদী লিফলেট এবং ৬টি জিহাদী বই উদ্ধার করা হয়। দুইজনকে পটিয়া থানায় সোপর্দ করা হয়েছে। পটিয়া থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, ‘আটক জেএমবি’র দুই সদস্যের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ