বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদখেলার সময়সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ১৩ নভেম্বর বিকালে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি কর্পোরেশন প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমেদ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সিজেকেএস ফুটবল কমিটির চেয়ারম্যান এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ফুটবল কমিটির সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এসময় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জোবাইরা নার্গিস খান, সিজেকেএস সহ-সভাপতি মোজাম্মেল হক, মো. হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, শাহজাদা আলম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য দিদারুল আলম চৌধুরী, আবুল হাশেম, জহির আহমদ চৌধুরী, আ ন ম ওয়াহিদ দুলাল, এ কে এম আবদুল হান্নান আকবর, গোলাম মহিউদ্দীন হাসান, মো. মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ অহিদ সিরাজ চৌধুরী স্বপন, আছলাম মোরশেদ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও সিজেকেএস ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম লেদু, সিডিএফএ সহ-সভাপতি ও সিজেকেএস ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান এস এম শহীদুল ইসলাম, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান শাহদাত হোসেন প্রমুখ।

এছাড়া সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, সিজেকেএস ফুটবল কমিটির সদস্যবৃন্দ, সিটি কর্পোরেশন কাউন্সিলরবৃন্দ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৩৯টি ওয়ার্ডের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে বাগমনিরাম ওয়ার্ড ও চকবাজার ওয়ার্ডের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

আরও পড়ুন

সর্বশেষ