শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন৬৫০০ তালিকাভুক্ত প্রপার্টি নিয়ে চট্টগ্রামে বিপ্রপার্টির অফিস উদ্ভোধন

৬৫০০ তালিকাভুক্ত প্রপার্টি নিয়ে চট্টগ্রামে বিপ্রপার্টির অফিস উদ্ভোধন

প্রপার্টি কেনা, বেচা, ভাড়া দেয়া এবং ভাড়া নেয়ার জন্য ৬৫০০ তালিকাভুক্ত প্রপার্টি নিয়ে বন্দর নগরী চট্টগ্রামে আসছে দেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিপ্রপার্টি ডটকম লিমিটেড। ঝামেলামুক্ত এবং বিশ্বস্ততার সাথে প্রপার্টি লেনদেন নিশ্চিত করতে আগামী সপ্তাহে এই রিয়েল এস্টেট মার্কেটপ্লেস চট্টগ্রামে তাদের কার্যক্রম সম্প্রসারিত করছে। এই উপলক্ষে ১৯ নভেম্বর ২০১৯ তারিখে প্রতিষ্ঠানটি তাদের চট্টগ্রাম অফিসে গ্রাহক এবং অংশীদারদের অভ্যর্থনা জানাবে। সেখানে তারা প্রপার্টিতে বিনিয়োগের বিষয়ে আবাসন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করতে পারবেন। চট্টগ্রামের এরিয়া ম্যানেজার আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি দক্ষ ও মেধাবী টিম এখানে কাজ করবে। বিপ্রপার্টির বন্দর নগরীর ঠিকানা হল রুবিয়া হাইটস, হোল্ডিং নাম্বারঃ ৭/এ/১, পঞ্চম তলা, জাকির হোসেন রোড, দক্ষিণ খুলশী, চট্টগ্রাম – ৪২২৫। উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের সাথে উপস্থিত থাকবেন বিপ্রপার্টির সিইও মার্ক নসওয়ার্দি, জেনারেল ম্যানেজার রেজবিন আহসান, মার্কেটিং ম্যানেজার মেহজাবীন চৌধুরী এবং হেড অব রিলেশন মিজান-উল-মাওলা।

বিপ্রপার্টি সিইও মার্ক নসওয়ার্দি বলেন, আমাদের গবেষণা অনুযায়ী, চট্টগ্রামে সম্পত্তির চাহিদা অনেক বেশি। তাই গ্রাহকদের রিয়েল এস্টেট সম্পর্কিত কার্যক্রমকে আরো সহজ করতে চট্টগ্রামে আমরা আমাদের কার্যক্রমকে সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছি।

প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে ইতিবাচক পরিবর্তন এনেছে দেশের সবচেয়ে বড় রিয়েল এস্টেট মার্কেটপ্লেস বিপ্রপার্টি ডটকম। এখন থেকে চট্টগ্রামের প্রপার্টি ক্রেতা-বিক্রেতা এবং বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের রিয়েল এস্টেট সম্পর্কিত কাজ আরো সহজ হবে। মার্কেটপ্লেসটির গ্রাহকরা এখন নিজের বাড়িতে বসেই ৩৬০ ডিগ্রী ভার্চুয়াল ট্যুরের মাধ্যমে তালিকাভুক্ত প্রপার্টিগুলো দেখতে পারবেন। বিপ্রপার্টি শুধু সেসব প্রপার্টিকেই যাচাই-বাছাই করে তালিকাভুক্ত করে যেগুলোর কোন আইনি জটিলতা নেই। এটি গ্রাহকদের বিনামূল্যে আইনি এবং আর্থিক পরামর্শ দিয়েও সাহায্য করে।

ইমারজিং মার্কেটস্‌ প্রপার্টি গ্রুপ (ইএমপিজি)-এর অঙ্গসংস্থা বিপ্রপার্টি ডট কম বাংলাদেশে যাত্রা করে ২০১৬  সালে এবং কোম্পানিটির ওয়েবসাইটে ভাড়া ও বিক্রি করার জন্য বর্তমানে ২৬,০০০ এরও বেশি প্রপার্টির তথ্য দেয়া আছে। ঊঠতি মার্কেটগুলোর চাহিদা অনুযায়ী রিয়েল এস্টেট খাতে বিশ্বমানের সেবা দেয়ার ক্ষেত্রে ইএমজিপি বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়া এশিয়া, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার রিয়েল এস্টেট খাতেও ইএমজিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইএমজিপি-এর সদরদপ্তর সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। বাংলাদেশে বিপ্রপার্টির সদরদপ্তর ঢাকার গুলশান ১-এ। আরো জানতে ভিজিট করুনঃ www.bproperty.com

আরও পড়ুন

সর্বশেষ