শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুলুসের নগরী চট্টগ্রাম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জুলুসের নগরী চট্টগ্রাম

জুলুসের নগরী চট্টগ্রাম। ছবি: সোহেল সরওয়ারপবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় বের হচ্ছে ঐতিহ্যবাহী জশনে জুলুস। এ উপলক্ষে ১০ নভেম্বর সকাল থেকে দূরদূরান্তের ভক্তরা আসতে শুরু করেন ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাঠে। নানা বয়সী মানুষের সব স্রোত এসে মিশছে এখানে। জুলুস উপলক্ষে পুরো নগরী তোরণ, ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে। কাজীর দেউড়িতে স্থাপন করা হয়েছে অস্থায়ী মঞ্চ। জুলুসে অংশ নিতে বিভিন্ন মাদ্রাসার ছাত্র, সমবয়সী বন্ধুরা একই রঙের পাঞ্জাব, টুপি, পাগড়ি পরেছেন। বেশিরভাগ মানুষের হাতে মিলাদুন্নবীর জন্য নকশা করা বিশেষ পতাকা। লাখো মানুষের এ জুলুসকে ঘিরে মুরাদপুর থেকে ষোলশহরের সড়কগুলোর পাশে বসেছে হাজারো অস্থায়ী দোকান। যেখানে পাজামা, পাঞ্জাবি, বই, রুমাল, খেলনা, খাবার, জুস ইত্যাদি বিক্রি হচ্ছে। এবার জুলুসে নেতৃত্ব দিচ্ছেন দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের সাজ্জাদানশিন আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মজিআ)। উপস্থিত থাকবেন শাহজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ ও আল্লামা সৈয়্যদ মুহাম্মদ হামেদ শাহ (মজিআ)। জামেয়া আহমদিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ থেকে সকাল ৯টায় জুলুস বের হয়েছে।

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উপদেষ্টা, পিএইচপি ফ্যামিলির পরিচালক সুফি মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বিবিরহাট, মুরাদপুর, মির্জাপুল, কাতালগঞ্জ, চকবাজার, প্যারেড কর্নার, সিরাজউদ্দৌলা সড়ক, আন্দরকিল্লা, চেরাগি পাহাড়, প্রেসক্লাব, কাজীর দেউড়ি, আলমাস, ওয়াসা, জিইসি, মুরাদপুর হয়ে র‌্যালি জামেয়া মাদ্রাসা মাঠে মিলিত হবে। কাজীর দেউড়ি মোড়ে অস্থায়ী মঞ্চে হুজুর কেবলা বক্তব্য দেবেন ও দেশের শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত করবেন। এরপর জুলুস মাদ্রাসা মাঠে ফিরবে। সেখানে আখেরি মোনাজাত হবে।

আরও পড়ুন

সর্বশেষ