শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসরকারী সহায়তা না পেলে একটা ইটও বসানো যেত না : মেয়র

সরকারী সহায়তা না পেলে একটা ইটও বসানো যেত না : মেয়র

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আগামী তিন/ চার বছরের মধ্যে নগরে কোন ডাস্টবিন থাকবে না। আমি দায়িত্ব গ্রহণের পর নগরের সাড়ে ১৩’শ ডাস্টবিনের মধ্যে প্রায় ৬’শ ডাস্টবিন অপসারণ করেছি। ময়লা আবর্জনা এলাকা থেকে সংগ্রহ করে সরাসরি স্টেশনে ডাম্পিং করা হচ্ছে। আগামীতে একই ধারাবাহিকতায় সংগ্রহকৃত ময়লা আবর্জনা সরাসরি স্টেশনে ডাম্পিং করার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। একদিনে সবকিছু করে ফেলা সম্ভব নয়। ধীরে ধীরে সকল কাজ বাস্তবায়ন করা হচ্ছে। সমস্যার পাহাড় জমেছিল। আস্তে আস্তে সমস্যা গুলো সমাধান করা হচ্ছে। নগরে এলইডি লাইট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নগরবাসীকে শতভাগ আলোকায়ন সেবা নিশ্চিত করতে সাম্প্রতিক সময়ে ২৬০ কোটি টাকার এলইডি আলোকায়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। সাম্প্রতিক সময়ে প্রকল্পটি একনেকে অনুমোদন হয়ে প্রশাসনিক অনুমোদনও পাওয়া গেছে। এখন সময়ের অপেক্ষা মাত্র।

১৯৯৫ সাল ২০১৪ সাল পর্যন্ত নগরে ২৫৫০ কোটি টাকার কাজ হয়েছে। আর এই চার বছরে প্রায় ২৭’শ কোটি টাকার কাজ করা হয়েছে। আরো প্রায় ২৩’শ কোটি টাকার কাজ হাতে নেয়া হয়েছে। আপনারা যদি আমাদের উপর আস্থা রাখতে পারেন, আমাদেরকে সুযোগ দেন তাহলে ক্লিন এবং গ্রীন সিটি শতভাগ বাস্তবায়ন করব। আপনাদের দোয়া থাকলে অবশ্যই অবশ্যই সব করব।
বছরে কর্পোরেশনের ব্যয় ২৭০ কোটি টাকা। সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে ধার্যকৃত পৌরকর ১৫০ কোটি টাকা। এর মধ্যে গতবছর ১২৩ কোটি টাকা আদায় হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রকল্প সহায়তা না দিতেন তাহলে একটা ইটও বসানো যেত না। সরকার দুটো প্রকল্প জিরো ম্যাচিং ফান্ডে অনুমোদনের পরও অন্যন্য প্রকল্প বাবদ প্রায় ৮’শ কোটি টাকা ম্যাচিং ফান্ড পাওনা রয়েছে।
আজ ২ নভেম্বর রাতে ৩০ নং মাদারবাড়ি ওয়ার্ড অফিস সংলগ্ন মাঠে সংশ্লিষ্ট কাউন্সিলর মাজহারুল ইসলামের আয়োজনে জনতার মুখোমুখি জনপ্রতিনিধি ও সিটি করপোরেশন পঞ্চম পরিষদের চার বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন একথা বলেন।
কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত কাউন্সিলর নিলু নাগ, সাবেক সংরক্ষিত কাউন্সিলর রেখা আলম চৌধুরী বক্তব্য রাখেন। এসময় সাবেক কাউন্সিলর আলহাজ্ব জহির আহম্মদ চৌধুরীমহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, দারোগা হাট মহল্লা কমিটির সভাপতি এড মো আবদুস ছবুর, নছু মালুম মহল্লা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম সর্দার, মাঝির ঘাট সমাজ সভাপতি আবদুল মতিন, চসিক সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা নুরুল ইসলাম, চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, কামাল গেইট মহল্লা কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ সোলায়মান, উত্তর নালাপাড়া সর্দার মোহাম্মদ ইলিয়াস, সমতা মহল্লা কমিটি সভাপতি জাফর আহাম্মদ, সমতা মহল্লা কমিটির উপদেষ্টা সৈয়দ শওকত আহমদ, পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড সালিশ কমিটির সদস্য আলহাজ্ব মো আজিজুর রহমান,দক্ষিণ নালাপাড়া সমাজ কল্যান পরিষদ সভাপতি মো শাহাব উদ্দিন চৌধুরী, পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড সালিশ কমিটির সদস্য এম এ মালেক, মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদ সভাপতি নূর মোহাম্মদ, স্টেশন কলোনি সমাজ কল্যান পরিষদ সভাপতি জহির উদ্দীন, মাদারবাড়ি ওয়ার্ড সালিশ কমিটির আলহাজ্ব সোলায়মান, সুবল চন্দ্র দাস, রেলী মহল্লা কমিটির আবদুল গফুর সর্দার, মাদারবাড়ি মহল্লা কমিটির সৈয়দ শওকত আহমদ, এড আশীষ কুমার চৌধুরী, মুহাম্মদ শাহীন চৌধুরী, আনোয়ারুল আলম, মাইজপাড়া সর্দার রুহি দাশসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ