শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদটপশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৫ কেজি সোনা উদ্ধার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৫ কেজি সোনা উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। উদ্ধার এ স্বর্ণের দাম প্রায় ৩ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি কাস্টমস কর্মকর্তারা। বুধবার সকাল ৮টা ৪০ মিনিটে মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের সিটের নিচ থেকে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউজের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার কাস্টম হাউজের কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থানগ্রহণ করে নজরদারি করছিলেন। নজরদারি ও তল্লাশির একপর্যায়ে বোর্ডিং ব্রিজ নং-৮ এ সকাল ৮টা ৪০ মিনিটে অবতরণ করা মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি জিরো টু টুর সিট নং-২২সি এর নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৫০ টি সোনার বার পাওয়া যায়। সাজ্জাদ হোসেন জানান, উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৫ কেজি ৮০০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। জব্দকৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান কাস্টমসের এই কর্মকর্তা।

আরও পড়ুন

সর্বশেষ