শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়২ শতাংশ হারে প্রণোদনা দেওয়া শুরু

২ শতাংশ হারে প্রণোদনা দেওয়া শুরু

দেশে বৈধ উপায়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের (প্রবাসী আয়) ওপর ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়া শুরু হয়েছে। এটি ১ জুলাই ২০১৯ থেকে কার্যকর হয়েছে। ২ অক্টোবর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে ২০তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে একথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরে বাংলাদেশ ব্যাংকও এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। অর্থমন্ত্রী বলেন, রেমিট্যান্স বৈধ পথে আনার জন্য একটি প্রণোদনার ঘোষণা দিয়েছিলাম। ২ শতাংশ নগদ প্রণোদনা ঘোষণা করা হয়েছে। এখন কেউ ব্যাংকে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ প্রণোদনা পাবে। যারা রেমিট্যান্স পাঠাচ্ছেন, তাদের অবহিত করতে চাই, তারা আগের পাওনা প্রণোদনাও হারাবেন না।

আরও পড়ুন

সর্বশেষ