বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনএশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এ ক্লাব ফেয়ার ২০১৯ অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এ ক্লাব ফেয়ার ২০১৯ অনুষ্ঠিত

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এ ক্লাব ফেয়ার ২০১৯ অনুষ্টানের একাংশ । (4)নিজেদের নেতৃত্ব, যোগ্যতা ও দক্ষতা বিকাশের মাধ্যমে সমাজ বিনির্মাণে মানব সেবায় ও মানবিকতায় বৃহত্তর অবদান রাখার প্রয়াসে আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এইউডব্লিউ) এ যাত্রা শুরু করেছে ৩৪টি স্টুডেন্ট ক্লাব ।  বিভিন্ন ক্যাটাগরী ও সৃজনশীল,সাংস্কৃতিক , সেবা ,ক্রীড়া ,প্রকাশনা ,ভাষা ও মানবিক কর্মকান্ডের অসাধারন ব্যাপ্তি রয়েছে এই ক্লাব কর্মকান্ডে । যাতে শিক্ষার্থীরা বিভিন্ন কমিউনিটি ও জাতি গোষ্ঠীর সংস্পর্শতায় এসে নিজেদেরকে ভাল মানসিকতায় তৈরি করতে পারে । পাশাপাশি কোন রকম মানসিক চাপ ছাড়া  স্বাস্থ্য সম্মত ও সৃজনশীল পরিবেশে নিজেদেরকে পরিচালিত করতে পারে । এই উপলক্ষ্যে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এ.ইউ.ডব্লিউ) এর অফিস অফ স্টুডেন্টস্ এক্টিভিটিস (ওএসএ) এর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে  ১২ সেপ্টেম্বর দিনব্যপী উদযাপিত হয় ক্লাব ফেয়ার ২০১৯ ।  কেক কেটে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের রেজিষ্টার  ড.ডেভ ডোল্যান্ড এই ক্লাব ফেয়ার কার্যক্রমের শুভ উদ্ধোধন ঘোষনা করেন । শুরুতে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ডিন এফ স্টুডেন্টস রানিয়া কাসেম ছাত্রীদের এই অনন্য কার্যক্রম গুলো সম্পর্কে সবার সামনে তোলে ধরার জন্য ছাত্রীদের বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ও তাদের এডভাইজরদের ধন্যবাদ জ্ঞাপন করেন । এর পর প্রতিটি ক্লাব এবং এডভাইজররা স্ব স্ব ক্লাবের কর্মকান্ড  এবং উদ্দেশ্য নতুন শিক্ষার্থীদের সামনে তোলে ধরেন এবং তাদেরকে নিজ নিজ ক্লাবে সদস্য হওয়ার জন্য আমন্ত্রন জানান । যে সমস্থ ক্লাব গুলো আতœ প্রকাশ করেছে সে গুলো হলো ঃ স্বাংস্কৃতিক ক্যাটাগরীতে- এইউডব্লিও আফগান আর্ট এন্ড কালচার ক্লাব, এইউডব্লিও জাপানিজ আর্ট এন্ড কালচার ক্লাব;মতাদর্শিক ক্যাটাগরীতে- এইউডব্লিও হিস্টোরী ক্লাব ও  এইউডব্লিও ফিলোসফী ক্লাব;ভাষা ভিত্তিক ক্যাটাগরীতে -এইউডব্লিও ডিস্টিন্ক এডুকেশন ক্লাব ও মাল্টি লিন্গুয়াল ক্লাব; স্যোশাল ওয়েলফেয়ার ক্যাটাগরীতে- এনিমেল ওয়েলফেয়ার ক্লাব স্যোশাল সার্ভিস ক্লাব,এসডিজি ক্লাব,ভলান্টিয়ার ক্লাব, উই স্কোর্য়াড ক্লাব,উইমেন এক্রস দ্য বর্ডার ক্লাব,ওয়াস্ট ম্যানেজম্যান্ট ক্লাব, প্রকাশনা ক্যাটাগরীতে আন্তলোজী ক্লাব ,দি ইকো (অনলাইন ভিত্তিক ক্যাম্পাস নিউজ পেপার);স্কিল ক্যাটাগরীতে- এইউডব্লিও স্পিক আপ ক্লাব,সাব ক্লাব আইস ব্রেকিং;ক্রীড়া ক্যাটাগরীতে – এইউডব্লিও বাস্কেটবল ক্লাব, এইউডব্লিও গলফ ক্লাব, এইউডব্লিও ফুটবল ক্লাব;ফ্যাশন ক্যাটাগরীতে  -এইউডব্লিও সাসটেইনেবল ফ্যাশন কমিউনিটি;ভ্রমন ক্যটাগরীতে- এইউডব্লিও ট্রাভেলচার ক্লাব, এইউডব্লিও ইয়্যুথ ম্যাপারস;  বইপড়া ক্যাটাগরীতে এইউডব্লিও বুক ক্লাব; রান্নাবান্না ক্যাটাগরীতে এইউডব্লিও কুলিনারী শেফ ক্লাব; এইউডব্লিও ডিবেটিং সোসাইটি, এইউডব্লিও ইন্টারপ্র্যানারশীপ ক্লাব, এইউডব্লিও মিউজিক ক্লাব; এইউডব্লিও মেন্টাল এন্ড হেলথ ওয়েলবিং ক্লাব; এইউডব্লিও মডেল ইউনাইটেড নেশন ক্লাব, এইউডব্লিও ফটোগ্রাফিক ক্লাব ও এইউডব্লিও ফিল্ম ক্লাব  । এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এইউডব্লিউ) এর শিক্ষক ,শিক্ষার্থী এবং কর্মকর্তারা এই কার্যক্রম পরিদর্শন করেন । পুরো অনুষ্ঠানটির আয়োজনে তত্ত্বাবধান করেন এ.ইউ.ডব্লিউ অফিস অফ স্টুডেন্টস্ এক্টিভিটিস এর কোঅর্ডিনেটর রুমানা আকতার ও সহকারী কোঅর্ডিনেটর ফারহিনা হক ।

আরও পড়ুন

সর্বশেষ