শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনগ্লোবাল ক্লাইমেট একশন উইক এর আহ্বান জলবায়ু জরুরী অবস্থা ঘোষণার

গ্লোবাল ক্লাইমেট একশন উইক এর আহ্বান জলবায়ু জরুরী অবস্থা ঘোষণার

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়-ক্ষতি কমানোর লক্ষ্যে গ্লোবাল ক্লাইমেট একশন নেটওর্য়াক সাউথ এশিয়া  (কেনসা) এর সদস্য সংগঠন সংশপ্তক ও একশনএইড বাংলাদেশ এর উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে  স্মারকলিপি গ্রহন করেন ইয়াসমিন পারভীন তিরবীজি, উপ-পরিচালক স্থানীয় সরকার,জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত),  চট্টগ্রাম স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সহযোগী সংগঠনের পক্ষে ছিলেন সংশপ্তক ইয়াং লিডার ফোরাম, মনীষা, মাইশা, উপকুল সমাজ উন্নয়ন সংস্থা, ভোরের আলো, ইয়েস কর্মসূচি-ঘাসফুল, খানকানাবাদ ইয়ুথ ফোরাম,বিটা,স্বপ্নীল ফাউন্ডেশন ,যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা, ইলমা, ব্্রাইট বাংণাদেশ ফোরাম, আইএসডিই। আলোচনায় বাংলাদেশ জলবায়ু পরিবর্তনজনিত যে অবশ্যাম্ভাবী ক্ষতির সম্মূখীণতা মোকাবিলা করা আমাদের উদীয়মান অর্থনীতির জন্য প্রায় অসম্ভব। অথচ আমরা বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশেগুলোর অন্যতম। জনসংখ্যার বিচারে আমরাই একক বৃহত্তম ক্ষতিগ্রস্ত দেশ, যাদের এই অবস্থা সৃষ্টিতে তেমন কোন ভূমিকা নেই। তাই গ্লোবাল ক্লাইমেট একশন উইক এর প্রাক্কালে বিশ্ববাসীর সাথে একাত্বতা প্রকাশ করে বাংলাদেশে “জলবায়ু জরুরী অবস্থা ঘোষণা” করার আকুল আহ্বান জানাচ্ছি। যা বিশ্ববাসীকে বাংলাদেশের জনগণের জন্য জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা অনুধাবনে সহায়ক হবে। এবং এই বিপদ হতে উত্তরণে বৈশ্বিক বিভিন্ন আয়োজন থেকে বাংলাদেশের জনগণের ন্যায্য হিস্যা পাওয়া সহজ হবে। যা আপনার সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ¯া’য়িত্ব বিধানে সহায়ক হবে।
এছাড়াও রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের জন্য তরুণ প্রজন্মের কিছু দাবী প্রধানমন্ত্রীর সদয় বিবেচনার জন্য  উপস্থাপন করা হয়-
প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি জলবায়ু পরিষদ প্রতিষ্ঠা করে এতদসংক্রান্ত নীতি ব্যবস্থাপনা এবং বাস্তবায়ন তদারিক’র ব্যবস্থা করা;
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় জলবায়ু পরিবর্তনকে মূখ্য উন্নয়ন নিয়ামক/ উপজীব্য হিসেবে বিবেচনা করা;
বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলবায়ু সহনশীল উন্নয়ন কর্মপরিকল্পনা গ্রহণ করা;
বাংলাদেশের যুব-নেতৃত্বাধীন জাতীয় ও স্থানীয় পর্যায়ে জলবায়ু সমাধানের জন্য সবুজ উদ্যোগ বাস্তবায়নের জন্য নির্দিষ্ট বরাদ্দ সহ টেকসই সুযোগ সৃষ্টি করা;
এ সময় ইয়াসমিন পারভীন তিরবীজি, উপ-পরিচালক স্থানীয় সরকার,জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত),  চট্টগ্রাম সময়পোযোগী ও বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহন করার জন্য তরুন উদ্যোক্তা ও বেসরকারী উন্নয়ন সংস্থাসমুহকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন

সর্বশেষ