বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
প্রচ্ছদজাতীয়৮৫ শতাংশ বেতন বাড়িয়ে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ

৮৫ শতাংশ বেতন বাড়িয়ে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ

সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতনভাতা নির্ধারণে নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশিত হয়েছে। ৮৫ শতাংশ বেতন বাড়িয়ে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশ হয়েছে। এতে, পাঁচটি শ্রেণিতে সংবাদপত্র ও সংবাদ সংস্থাকে ভাগ করা হয়েছে। তবে, সংবাদপত্র ও সংবাদ সংস্থার বার্ষিক মোট আয় ও প্রচার সংখ্যার ভিত্তিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

গত বছরের ২৯শে জানুয়ারি নবম মজুরি বোর্ড গঠন করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ নিজামুল হককে ১৩ সদস্যের ওই বোর্ডের চেয়ারম্যান করা হয়। এছাড়া সংবাদপত্র প্রতিষ্ঠানের মালিকপক্ষ এবং সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারীদের প্রতিনিধিও রাখা হয় কমিটিতে।

সরকারের কাছে সুপারিশ দিতে বোর্ডকে ছয় মাস সময় দেয়া হয়েছিল। পরে, নবম মজুরি বোর্ডের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়।

আরও পড়ুন

সর্বশেষ