শনিবার, এপ্রিল ২০, ২০২৪
প্রচ্ছদটপনিয়মিত সম্মেলন এবং নেতাকর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ শেখ হাসিনার

নিয়মিত সম্মেলন এবং নেতাকর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ শেখ হাসিনার

নিয়মিত সম্মেলন করে সংগঠনকে গতিশীল করার পাশাপাশি নেতাকর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে, গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগ সরকার উন্নয়নের ধারা বজায় রাখতে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনীতি ছাড়াও পররাষ্ট্র নীতি নিয়েও কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।’

তিনি আরও বলেন, ‘অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসে কখনও দেশের উন্নয়ন করা সম্ভব না।’

মানুষের আস্থা ধরে রাখতে দলের নেতাকর্মীদের আরও দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া, নিয়মিত সম্মেলন করে সংগঠনকে আরেও গতিশীল করায় জোর দেন।

এর আগে, আঞ্জুমান মফিদুল ইসলামকে ১০ কোটি টাকাসহ ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ কোটি ৬৫ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন

সর্বশেষ