বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়সড়ক পরিবহণ আইন-২০১৯ খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

সড়ক পরিবহণ আইন-২০১৯ খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

বাংলাদেশ সড়ক পরিবহন আইন-২০১৯-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে ব্রিফিং করেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বলেন, বিআরটিসি কি কি সেবা দিবে? বিশেষ পরিস্থিতি যেমন হরতাল, পরিবহণ ধর্মঘট, জরুরী আবস্থা, প্রাকৃতিক দুর্যোগ, রাষ্ট্রীয় জরুরী প্রয়োজন, বিশ্ব ইজতেমা, মুক্তিযোদ্ধা সমাবেশ এবং অনুরুপ কোন পরিস্থিতিতে বিশেষ পরিবহণ সেবা প্রদান করা বিআরটিসির অবশ্য কর্তব্যের মধ্যে নিয়ে আসা উচিত। এটা আগে ছিল না।’

স্বায়ত্ব শাসিত, আধা স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠানের উদ্বৃত্ত ২ লাখ ১২ হাজার কোটি টাকার অলস অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমার আইনের খসড়ারও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বায়ত্বশাসিত, আধা স্বায়ত্বশাসিত ৬৮ টি প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে শীর্ষ পাঁচ হিসেবে রাজউক, পেট্রোবাংলা, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, চট্টগ্রাম বন্দর, টিপিবিকে তালিকাভুক্ত করা হয়েছে।

এছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন আইনে, বিশ্ব ইজতেমা, হরতাল, প্রাকৃতিক দুর্যোগ এর সময় বিআরটিসি বিশেষ সেবা দেবার বিধান রাখা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ