বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েমানব স্বাস্থ্যঝুঁিক এড়াতে পোল্ট্রি শিল্পে গুণগতমানের ওষুধ প্রয়োগ নিশ্চিত করা জরুরি :...

মানব স্বাস্থ্যঝুঁিক এড়াতে পোল্ট্রি শিল্পে গুণগতমানের ওষুধ প্রয়োগ নিশ্চিত করা জরুরি : ফার্মা অ্যান্ড ফার্মের সেমিনারে আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ

মানব স্বাস্থ্যঝুঁিক এড়াতে দেশের সম্ভাবনাময পোল্ট্রি ্র শিল্পে গুণগতমানের ওষুধ প্রয়োগ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ। pharma & firm 1

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে প্রানীপুষ্টি, প্রানীটিকা ও স্বাস্থ্যপণ্য বাজারজাতকারি প্রতিষ্ঠান ফার্মা অ্যান্ড ফার্ম আয়োজিত পোল্ট্রি হেলথকেয়ার অ্যান্ড ভ্যাকসিন শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার বক্তৃতাকালে এ মন্তব্য করেন বিশেষজ্ঞরা।
আজাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্ত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজাদ গ্রুপের চেয়ারম্যান মেহেরুন্নেছা বিলকিস, পরিচালক ইমরান হাসান আনসারী , ফার্মা অ্যান্ড ফার্ম- এর চিফ অপারেটিং অফিসার ড. খন্দকার হেলাল উদ্দিন, জেনারেল ম্যানেজার ড. তাপস কুমার ঘোষ, কিমিন ইন করপোরেশন কোরিয়ার টেকনিক্যাল ম্যানেজার ডক্টর হেলেন চোই এবং কোরিয়ার এসবি শিনিল কোং লিমিটেডের ওভারসিসস মার্কেটিং ডিরেক্টর সি সোং।
সেমিনারে বক্তারা বিশ্ববাজারে বাংলাদেশের পোল্ট্রি ্র শিল্পের বাজার বিস্তারে নিরাপদ পোল্ট্রি উৎপাদনের জন্য ফিডের পাশাপাশি গুণগত ভ্যাকসিন ও মানসম্মত ওষুধ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ত্বারোপ করেন।
দিনব্যাপী এ সেমিনারে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় দেড় শতাধিক প্রতিনিধি অংশ নেন।
সেমিনারে জানানো হয়, দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান আজাদ গ্রুপের সহযোগি প্রতিষ্ঠান শিলিন ফার্মা চলতি বছর থেকেই আন্তর্জাতিক মানসম্পন্ন ভেটেরিনারি ওষুধ ও ভ্যাকসিন উৎপাদন করতে যাচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ