শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদজাতীয়রোহিঙ্গা কার্যক্রম থেকে ৪১টি এনজিওকে প্রত্যাহার

রোহিঙ্গা কার্যক্রম থেকে ৪১টি এনজিওকে প্রত্যাহার

রোহিঙ্গাদের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ৪১টি এনজিওকে রোহিঙ্গা কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন। শনিবার সকালে, দক্ষিণ সুরমা এলাকায় সিলেট সিটির মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিয়ে কাজ করা ১৩৯টি এনজিওর মধ্যে অভিযোগের তালিকা করে তাদের প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও যদি অন্য কোন এনজিও বিরুদ্ধে অভিযোগি পাওয়া যায়,তাদের বিরুদ্ধে ব্যাবস্থা না নেয়া হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, এখনও বিভিন্ন এনজিও একই কাজ করছে। সে ধরনের তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যদিও বিভিন্ন দেশি ও বিদেশি এনজিও নানাভাবে তদবির করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার।

আরও পড়ুন

সর্বশেষ