শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়সোনালী, রুপালী ও অগ্রনী ব্যাংকে নতুন এমডি নিয়োগ দিয়েছে সরকার

সোনালী, রুপালী ও অগ্রনী ব্যাংকে নতুন এমডি নিয়োগ দিয়েছে সরকার

রাষ্ট্রায়ত্ত সোনালী, রুপালী ও অগ্রনী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে এ সংক্রান্ত পৃথক ৩টি আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে তারা আগামী ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন।

এর মধ্যে- রুপালী ব্যাংকের এমডি ও সিইও আতাউর রহমান প্রধানকে সোনালী ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সোনালী ব্যাংকের এমডি ও সিইও ওবায়েদ উল্লাহ আল মাসুদকে রুপালী ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, অগ্রনী ব্যাংকের এমডি ও সিইও শামসুল উল ইসলামকে স্বীয় পদে রাখা হয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল আওয়ালের সই করা এই আদেশ ব্যাংক তিনটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। এর আগে ২০১৬ সালের ১৬ আগস্ট তারা এমডি হিসেবে প্রথম নিয়োগ পেয়েছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ